ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ০৫:০৩, ১১ জানুয়ারি ২০১৯

ঝলক

কোন্ পোশাকে ভাল লাগবে বলবে আয়না! বিশেষ কোন পার্টিতে যাচ্ছেন, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে কি পরবেন। ওয়ারড্রোব ভরা জামাকাপড় অথচ মনস্থির করতে পারছেন না কোন্টি উপযুক্ত হবে আপনার জন্য। পোশাক-আশাক নিয়ে এই ধরনের সিদ্ধান্তহীনতায় ভোগার সমস্যা থেকে মুক্তি দিতে এবার নতুন চমক এলজির। কী পরলে ভাল লাগবে আপনাকে, তা এবার বলে দেবে আপনার আয়নাই। সম্প্রতি এ রকমই একটি ঘোষণা করেছে সংস্থাটি। এলজি জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি আয়না তারা বাজারে নিয়ে আসতে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা থাকায় এই আয়নাটি পরিস্থিতি বুঝে আপনার উচ্চতা এবং শরীরের বিভিন্ন অংশের গঠন অনুযায়ী কোন পোশাকটি আপনার সঙ্গে মানানসই তা জানাতে সাহায্য করবে। এলজির এই আয়নায় লাগানো স্ক্যানার আপনার শরীরের বিভিন্ন অংশ স্ক্যান করতে সক্ষম। তারপরেই আপনার জন্য আসতে থাকবে সাজেশান। এছাড়াও এলজির সঙ্গে চুক্তিবদ্ধ বিভিন্ন অনলাইন শপিং এ্যাপ বা স্টোর থেকেও পোশাক পছন্দ করার পরামর্শ আসবে আপনার কাছে। -দ্য ভার্জ জামা-কাপড় গুছিয়ে দেবে মেশিন জামা-কাপড় কাচার পর শুকিয়ে আলমারিতে গুছিয়ে রাখার সমস্যায় প্রায়ই পড়তে হয় আমাদের। কিন্তু এই প্রযুক্তি যুগে দাঁড়িয়ে সেই সমস্যারও সমাধান নিয়ে এসেছে বলে দাবি করল একটি সংস্থা। জামা-কাপড় কাচা হয়ে যাবার পর সেগুলো গুছিয়ে দিয়ে সাহায্য করবে তাদেরই তৈরি করা একটি মেশিন, এমনটাই দাবি সেই সংস্থার। সংস্থাটি দাবি করেছে, তাদের তৈরি সেই মেশিনের সাহায্যে অত্যন্ত দ্রুত যে কোন রকম পোশাক ভাঁজ করে গুছিয়ে ফেলা যাবে। তাদের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি টি-শার্ট অত্যন্ত তাড়াতাড়ি গুছিয়ে তৈরি করে দিচ্ছে সেই যন্ত্রটি। যদিও টি-শার্টটি শুধুই উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে দাবি ওই সংস্থার। টি-শার্ট ছাড়াও অন্যান্য যে কোন রকম পোশাকই সেই একই রকম দক্ষতার সঙ্গেই তারা ভাঁজ করে তৈরি করে দিতে পারবে বলে দাবি করেছে সেই সংস্থা। -জিনিউজ
×