ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফেরানো প্রথম অগ্রাধিকার ॥ কাদের

প্রকাশিত: ০৫:০২, ১১ জানুয়ারি ২০১৯

  সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফেরানো প্রথম অগ্রাধিকার ॥ কাদের

স্টাফ রিপোর্টার ॥ দায়িত্ব গ্রহণের পর নিজ মন্ত্রণালয়ের অগ্রাধিকারভিত্তিক কর্মকান্ডসহ সার্বিক পরিকল্পনা নিয়ে কথা বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সড়ক ব্যবস্থার উন্নয়নে চলমান মেগা প্রকল্প দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে মেট্রোরেল, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও দ্রুত এগুচ্ছে। কাজগুলো দ্রুত শেষ করার কথা জানিয়ে তিনি বলেন, পরবর্তী ধাপে গাজীপুর থেকে এলেঙ্গা, এলেঙ্গা থেকে রংপুর এবং রংপুর থেকে বুড়িমারী ও পঞ্চগড়ের মধ্যে ফোর লেনের কাজ শুরু হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তৃতীয়বারের মতো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দলীয় চাপ ছিল কিছুদিন। তাই মন্ত্রণালয় নিয়ে খুব একটা চিন্তা বা কাজ করার সুযোগ পাননি। নতুন করে দায়িত্ব নেয়ার পর সরকারের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। সড়কমন্ত্রী বলেন, ২০১১ সালে প্রথম, ২০১৪ সালে দ্বিতীয়বার এবং ২০১৯ সালে আবারও মন্ত্রণালয়ের দায়িত্ব পেলাম। মোট সাত বছর এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। কখনও সড়ক পরিবহন আবার কখনও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। মন্ত্রণালয়ের নামের পরিবর্তন হয়েছে, তবে কাজের পরিবর্তন হয়নি। মন্ত্রী বলেন, দেশে কিছু যে হচ্ছে না, এমনটা নয়। বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। কোন প্রকল্প তো থেমে নেই। আমি চ্যালেঞ্জকে এনজয় করি। হবে না বলতে পারব না, হতে হবে। তিনি এ সময় ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-কক্সবাজার দুটি সড়কের ফোর লেনের কাজ নতুনভাবে শুরু করার কথা জানান। তিনি বলেন, জুনের মধ্যেই পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে এই প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। এতে জাপানের বিনিয়োগের কথা রয়েছে। এবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রীদের পিএস-এপিএস নিয়োগ দেয়া হয়েছে। এর আগে বেশিরভাগ ক্ষেত্রেই মন্ত্রীদের পছন্দ অনুযায়ী এসব পদে নিয়োগ দেয়া হতো। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, মন্ত্রীদের পিএস, এপিএস নিয়োগ প্রক্রিয়াটি ভাল হয়েছে। এটি প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে। আমার এখানেও নতুন একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে কাজ ভাল না হলে পিএমকে জানাব বলে তাদের বলেছি। এ সময় বাসে মন্ত্রীদের যাতায়াতের বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা তিনটি বাসে ৪৬ জন সাভার ও টুঙ্গিপাড়ায় গেছি। এতে ঝামেলা ও জনদুর্ভোগ কমেছে। এই প্রক্রিয়ায় বাসে করে মন্ত্রীদের সচিবালয়ে আনা যায় কিনা তা নিয়ে প্রধানমন্ত্রী ভাবছেন।
×