ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাকে লেবানন ও থাই প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ০৫:০২, ১১ জানুয়ারি ২০১৯

 শেখ হাসিনাকে লেবানন ও থাই প্রধানমন্ত্রীর অভিনন্দন

জনকণ্ঠ ডেস্ক ॥ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আপনার পুনর্নির্বাচন আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে।’ বাংলাদেশের সঙ্গে লেবাননের গভীর বন্ধুত্বের কথা উল্লেখ করে সাদ হারিরি বলেন, আমাদের দু’দেশের মধ্যকার বন্ধন আগামীতে আরও জোরদার হবে। -খবর বাসস ও ওয়েবসাইটের। থাই প্রধানমন্ত্রীর অভিনন্দন ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা। শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা তার বার্তায় বলেন, শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় থাইল্যান্ডের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি আশা করছি, দুদেশের মধ্যে সহযোগিতা, বন্ধুত্ব আরও গভীর হবে। উত্তর কোরীয় নেতাদের অভিনন্দন ॥ টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন উত্তর কোরিয়ার পার্লামেন্টের প্রেসিডেন্ট কিম ইয়ং ন্যাম ও প্রধানমন্ত্রী পাক পং জু। তরুণ গগৈর ফোন ॥ এদিকে চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের অসমের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। বুধবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীকে টেলিফোন করে প্রায় ৬ মিনিট কথা বলেন অসম রাজ্য কংগ্রেসের সভাপতি তরুণ গগৈ। প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে শীঘ্রই তা রক্ষার প্রতিশ্রুতি দিল তরুণ গগৈ। টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিভিন্ন রাষ্ট্রনেতার অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন ॥ অন্যদিকে বাংলাদেশের নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার আদর্শ সোয়াইকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মোমেনের সঙ্গে সাক্ষাত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পক্ষ থেকে এ বার্তা পৌঁছে দেন। তার নিয়োগের তিন দিনের মাথায় প্রতিবেশী দেশের অভিনন্দন পেলেন ড. মোমেন।
×