ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফরাসী লীগ কাপ, পিএসজি ১-২ গুইনগাম্প

নেইমার-কাভানিদের বিদায়

প্রকাশিত: ০৪:৩৫, ১১ জানুয়ারি ২০১৯

  নেইমার-কাভানিদের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী লীগ কাপে গত পাঁচ বছরের মধ্যে প্রথম হারের স্বাদ পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তাতে টুর্নামেন্ট থেকেও বিদায় ঘণ্টা বেজে গেছে নেইমার-এডিনসন কাভানিদের। তাও আবার হলুদ কার্ডের সাজা ভোগ করে! বুধবার রাতে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে এগিয়ে যেয়েও গুইনগাম্পের কাছে ২-১ গোলে হেরেছে পিএসজি। প্যারিসের ঘটনাবহুল ম্যাচ জিতে সেমিফাইনালের টিকেট কেটেছে গুইনগাম্প। প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে দুই দলই একাধিকবার গোলের সুযোগ পায়। কিন্তু কেউই জাল খুঁজে পায়নি। বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে এগিয়ে যায় পিএসজি। মুনিয়েরের কর্নার থেকে হেডে বল ঠিকানায় পাঠান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। একসময় মনে হচ্ছিল, এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়বে প্যারিসের পরাশক্তিরা। কিন্তু সেটা হয়নি। উল্টো শেষ নয় মিনিটের নাটকীয়তায় দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে গুইনগাম্প। ৮১ মিনিটে গুইনগাম্পকে সমতায় ফেরান ইয়েনি। পিএসজির ডি বক্সে ফরাসী মিডফিল্ডার মাঁকিস কোকো ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি পায় দলটি। তা থেকে গোল করতে ভুল করেনি অতিথিরা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে দিকে যাচ্ছিল, ঠিক তখনই ৯০ মিনিটে আরেকটা ফালতু ফাউল করে অতিথিদের পেনাল্টি উপহার দেন পিএসজির ডিফেন্ডাররা। রেফারির এই সিদ্ধান্তে বেশ নাখোশ হন স্বাগতিক ফুটবলাররা। প্রতিবাদ করতে যেয়ে একসঙ্গে হলুদ কার্ড দেখেন পিএসজির নেইমার, কাভানি ও মার্কো ভেরাট্টি। ঝামেলা মিটিয়ে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে গুইনগাম্পের হয়ে জয়সূচক গোলটি করেন মার্কোস থুরাম। তিনি ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জেতা ফরাসী ডিফেন্ডার লিলিয়াম থুরামের ছেলে। কাতারি বিনিয়োগের পর থেকেই ফ্রান্সে ছড়ি ঘোরাচ্ছে পিএসজি। সবশেষ ছয় লীগ শিরোপার পাঁচটিই জিতেছে দলটি। আর লীগ কাপের সবশেষ পাঁচ মৌসুমে পাঁচবারই শিরোপা জিতেছে তারা। লীগ কাপে অবিশ্বাস্য রকমের সাফল্য পাচ্ছিল তারা। এই টুর্নামেন্টে সব মিলিয়ে ৪৯ ম্যাচ অপরাজিত ছিল তারা। তাদের সেই যাত্রা অবশেষে থামিয়ে দিয়েছে গুইনগাম্প। লীগ কাপ থেকে বিদায় হলেও লীগ ওয়ানে এখনও তারা ধরাছোঁয়ার বাইরে। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে পিএসজি। ম্যাচ শেষে পিএসজির ছিটকে পড়ার পেছনে খেলোয়াড়দের অতি আত্মবিশ্বাসকে দুষেছেন কোচ টমাস টাচেল। তিনি বলেন, আমি জানি না, এটা আমাদের প্রাপ্য কিনা।
×