ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আপাতত বিপিএল শেষ স্মিথের!

প্রকাশিত: ০৪:৩৪, ১১ জানুয়ারি ২০১৯

 আপাতত বিপিএল শেষ স্মিথের!

স্পোর্টস রিপোর্টার ॥ ডান হাতের পেশিতে ইনজুরি সমস্যাটা অস্ট্রেলিয়ায় থাকতেই হয়েছিল। এরপরও বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ খেলতে এসেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। গত দুই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি। উল্টো বেড়েছে ইনজুরির মাত্রা। বৃহস্পতিবারও অনুশীলনে রানিংসহ অন্য সবকিছু করলেও ব্যাট হাতে নিতে পারেননি। শুশ্রুষা করতে দেখা গেছে বারবার। অবশেষে গলফার্স এলবো নামের এই ইনজুরির কারণে বৃহস্পতিবার রাতেই দেশে ফেরার ফ্লাইট ধরেছেন স্মিথ। অস্ট্রেলিয়ায় গিয়ে এমআরআই স্ক্যান করিয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন তিনি। তেমন বড় কিছু না হলে আবারও বাংলাদেশে ফিরে যোগ দেবেন কুমিল্লায়। ফ্র্যাঞ্চাইজিটির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবারই প্রথম বিপিএলে যোগ দেন স্মিথ। তার অংশগ্রহণ নিয়ে বেশ নাটকীয়তা হলেও শেষ পর্যন্ত কুমিল্লার হয়ে অধিনায়ক হিসেবেই মাঠে নামেন তিনি। গত দুই ম্যাচে ব্যাট হাতে তিনি ১৬ ও ০ রান করেছেন, তবে নেতৃত্ব দিয়ে দলকে একটি ম্যাচ জিতিয়েছেন, অপরটিতে হেরেছেন। আজ রাজশাহী কিংসের বিপক্ষে সন্ধ্যায় আরেকটি ম্যাচ কুমিল্লার। কিন্তু সেই ম্যাচে স্মিথকে আর পাচ্ছে না দলটি। আগে থেকেই ডান হাতের ইনজুরি নিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন। ব্যথা বাড়ার কারণে শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতেই তিনি অস্ট্রেলিয়ার ফিরতি ফ্লাইট ধরেছেন। এ কয়েকদিন তিনি ডান হাতে স্ট্র্যাপ পেঁচিয়ে অনুশীলন করেছেন এবং ম্যাচ খেলেছিলেন। বৃহস্পতিবারও দলের অনুশীলনে তাকে সীমিত হারে অনুশীলন করতে দেখা গেছে। সর্বশেষ বুধবারের ম্যাচে বোলিংও করেছিলেন ১ ওভার। বোলিংয়ের সময়ও তাকে বারবার হাত নিয়ে ভুগতে দেখা গেছে। হয়তো সে কারণেই ইনজুরিটা বেড়েছে। কুমিল্লার পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসার জন্যই অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন স্মিথ। এমআরআই স্ক্যানের রিপোর্ট ভাল হলে আবারও ফিরতে পারেন দলে।
×