ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিকিৎসক ও ছাত্রসহ নিহত ৫

প্রকাশিত: ০৩:৩৬, ১১ জানুয়ারি ২০১৯

 চিকিৎসক ও ছাত্রসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জে চিকিৎসক, খুলনায় কলেজ ছাত্র, পটিয়ায় ইউপি সদস্য, নওগাঁয় নাইট গার্ড, সাতক্ষীরায় যুবক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মানিকগঞ্জ মানিকগঞ্জে মাটিভর্তি ট্রাকচাপায় এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ লুৎফর রহমান জানান, নিহত চিকিৎসক মঞ্জুর আলম খান (৪২) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার নিলাম্বরপট্টি এলাকায়। তিনি ২৫তম বিসিএস এর মাধ্যমে সরকারী চাকরিতে যোগদান করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে ওই চিকিৎসক আরিচা অভিমুখে যাওয়ার পথে তরা এলাকার কালীগঙ্গা নদী থেকে একটি মাটি ভর্তি ট্রাক হঠাৎ মহাসড়কে উঠে তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তর করে সাভার এনাম মেডিক্যাল কলেজে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ডাঃ মঞ্জুর আলম খান স্ত্রী, দুই শিশু পুত্র এবং এক শিশু কন্যা রেখে গেছেন। তিনি মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলজিইডি সংলগ্ন আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি সকালে মানিকগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে তার কর্তব্যস্থল দৌলতপুরে যাচ্ছিলেন। খুলনা ডুমুরিয়ায় ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান গাজী (২০) নামে এক কলেজ ছাত্র নিহত এবং তার সঙ্গী শরিফুল ইসলাম সরদার (২২) আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুকনগর ব্রিজের সামনে রয়নাবাজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান চুকনগর ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র এবং যশোরের কেশবপুর উপজেলার বুড়ুলি গ্রামে তার বাড়ি বলে জানা গেছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কেশবপুর উপজেলার বুড়ুলি গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুর রহমান মোটরসাইকেলযোগে তার সঙ্গী শরিফুলকে নিয়ে চুকনগর ডিগ্রী কলেজের উদ্দেশে রওনা হয়ে যায়। পথিমধ্যে বেলা ১১টার দিকে চুকনগর ব্রিজের উত্তর মাথায় রয়নাবাজ নামক স্থানে পৌঁছে দ্রুত বেগে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে চলতে থাকা যাত্রীবাহী একটি ইজিবাইকের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ আরোহী দুইজন রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলে আব্দুর রহমানের মৃত্যু ঘটে। পটিয়া ইট বোঝাই একটি ট্রাকের চাপায় মারা গেছেন পটিয়া উপজেলার ভাটিখাইন ইউপির সাবেক সদস্য মোঃ আজম খান (৫৫)। তিনি ভাটিখাইনের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হযরত আলীর পুত্র। বুধবার রাত পৌনে ৯টায় পটিয়া উপজেলা প্রশাসনের প্রধান ফটক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরেই এলাকার লোকজন ইটবাহী ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, ইটবাহী ট্রাক চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক হয়ে পটিয়া উপজেলা প্রশাসনের প্রধান ফটক এলাকায় পৌঁছলে সাবেক ইউপি সদস্য আজম মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলে নাড়িভুড়ি বের হয়ে মারা যান। নওগাঁ বৃহস্পতিবার সকাল ৮টায় নওগাঁ-মহাদেবপুর সড়কের চৌমাসিয়া মোড়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় মজিবর রহমান মন্টু (৫৮) নামে একব্যক্তি নিহত হয়েছে। একই সময় একই সড়কের সরস্বতিপুর এসিআই কোম্পানির সামনে ধানবাহী ট্রাকের ধাক্কায় মিষ্টি ব্যবসায়ী রবি গুরুতর আহত হলে তাতে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, নিহত মজিবর রহমান মন্টু মহাদেবপুর উপজেলার চেরাগপুর গ্রামের মৃত জিয়া উদ্দিনের পুত্র। সে নওগাঁ শহরের মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্টেশনের নাইটগার্ড। রাতে ডিউটি শেষে সকালে বাইসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। ঘটনাস্থলে পৌঁছলে নওগাঁ অভিমুখী বালুবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা মেরেই রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মন্টু মারা যায়। অপরদিকে সরস্বতিপুর বাজার থেকে মিষ্টি ব্যবসায়ী রবি ভ্যান যোগে মিষ্টি বিক্রির জন্য চকগৌরী হাটে আসছিল। পথিমধ্যেই তাকে ধান বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। সাতক্ষীরা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার বিকেলে আশাশুনি উপজেলার চিলেডাঙ্গা মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম শফিক (২৮) হোসেন। তিনি কুমিল্লা জেলার বুরুডা থানার শ^রাপতি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহতরা হলেন, আশাশুনি উপজেলার বড়দদুর্গাপুর গ্রামের মোস্তফা গাজীর ছেলে শহিদুল ইসলাম ও একই গ্রামের সিয়ামউদ্দীন গাজীর ছেলে ইউপি সদস্য মিজানুর রহমান। স্থানীয়রা জানান, বিকেলে আশাশুনি উপজেলা সদর থেকে মোটরসাইকেলে শফিক সাতক্ষীরা শহরের দিকে আসার পথে চিলেডাঙ্গা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত শফিককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। অপর মোটসাইকেলে থাকা শহিদুল ও মিজানুরকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×