ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড. আহসান উল্লাহ পুনরায় ভিসি হলেন

প্রকাশিত: ০৩:৩৪, ১১ জানুয়ারি ২০১৯

 ড. আহসান উল্লাহ পুনরায় ভিসি হলেন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে যোগদান করেছেন। এর আগে তিনি প্রথম মেয়াদে চার বছর উপাচার্য পদে কর্মরত ছিলেন। গত ৪ জানুয়ারি তার প্রথম মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি তাকে পুনরায় দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন। তিনি ১৯৬৩ সালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ রামপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবং একই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি গবেষক ও সাহিত্যিক হিসেবে পরিচিত। তার লেখক নাম আহসান সাইয়েদ। বাংলাদেশে যারা হাদিস শাস্ত্রে গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেছেন প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ তাদের মধ্যে অন্যতম। তিনি বাংলা, ইংরেজী, আরবী, উর্দু ও ফারসী ভাষায় সমানভাবে পারদর্শী।
×