ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পদ্মার চরাঞ্চলে সেনাবাহিনীর চিকিৎসাসেবা

প্রকাশিত: ০৩:৩৩, ১১ জানুয়ারি ২০১৯

 পদ্মার চরাঞ্চলে সেনাবাহিনীর  চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার চরাঞ্চলে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী। পদ্মা সেতুর নিরাপত্তায় নিয়োজিত ৯৯ কম্পোজিট ব্রিগেডের অতন্দ্র ৫৮-এর অধীনস্থ সেনাবাহিনী এই কার্যক্রম পরিচালনা করে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের চরাঞ্চল পাইকারা গ্রামে উন্মুক্ত স্থানে তাঁবু ও সামিয়ানা টাঙিয়ে ২৫০ জন দরিদ্র নারী-পুরুষকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও ২শ’ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ৯৯ ব্রিগেড অতন্দ্র ৫৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমান উপস্থিত থেকে দুস্থদের মধ্যে এই শীতবস্ত্র তুলে দেন। শীতবস্ত্র, চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে দরিদ্র চরাঞ্চলবাসী ভীষণ খুশি। এ সময় আরও উপস্থিত ছিলেন কোয়ার্টার মাস্টার ক্যাপ্টেন আল মামুন, অনারারি ক্যাপ্টেন সাজেদুর রহমান, ওয়ারেন্ট অফিসার আবদুল মান্নান, সার্জেন্ট আসাদ শিকদার, সার্জেন্ট আবু বকর সিদ্দিক, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা ও ইউপি সদস্য মোঃ ইয়াসিন প্রমুখ। মেডিক্যাল টিম পরিচালনা করেন মেজর ডাঃ অনিকা, মেজর ডাঃ তপন, মেডিক্যাল সহকারী রাজিব ও হানিফ।
×