ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত ॥ যুবক আটক

প্রকাশিত: ০৩:৩১, ১১ জানুয়ারি ২০১৯

 প্রধানমন্ত্রীর ছবি  বিকৃত ॥ যুবক  আটক

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ জানুয়ারি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের গুরুত্বপূর্ণ ক‘ব্যক্তির ছবি বিকৃত করে প্রকাশ করার দায়ে জেলার শিবচরের নলগোড়া থেকে মোঃ তানভীর হাসান মোহন (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি দল তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে স্কোয়াড কমান্ডার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে¡ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মোঃ তানভীর হাসান মোহন রাজশাহী জেলার বাঘা থানার তুলসীপুর গ্রামের মোঃ আবদুল মান্নানের ছেলে। জানা গেছে, আটককৃত আসামি তার আইডির মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয়, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের নামে বিভিন্ন কুৎসামূলক বক্তব্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিকৃত ছবি, মানহানিকর বক্তব্য, সরকারবিরোধী বিভিন্ন তথ্য অপপ্রচার করে আসছিল।
×