ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারী সরকারী মেডিক্যাল কলেজের যাত্রা শুরু

প্রকাশিত: ০৩:২৯, ১১ জানুয়ারি ২০১৯

 নীলফামারী সরকারী  মেডিক্যাল কলেজের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অবশেষে বহু আকাক্সিক্ষত নীলফামারী সরকারী মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সের ভর্তি কার্যক্রম শেষে প্রথম বর্ষের পরিচিতিমূলক ক্লাস শুরু হলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিন বৃহস্পতিবার সকালে জেলা সদরের পলাশবাড়িতে নীলফামারী ডায়াবেটিকস হাসপাতালের নবনির্মিত চতুর্থতলা ভবনে নীলফামারী মেডিক্যাল কলেজের প্রথম ক্লাস শুরু হয়। এর উদ্বোধন অনুষ্ঠানে ৫০ শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় প্রধান অতিথি নূর তার বক্তব্যে বলেন নীলফামারীর গণমানুষের দাবি ছিল এখানে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ দাবিকে আমলে নিয়ে এ জেলাবাসীর স্বপ্নপূরণ করেছে। এ ক্ষেত্রে সুনাম ও মর্যাদার সঙ্গে মেডিক্যাল কলেজ পরিচালনার আহ্বান জানিয়ে নূর বঙ্গবন্ধুকে স্মরণ করে আরও বলেন জাতির পিতার দেশ প্রেমের মতো আমাদের সকলের দেশ প্রেম জাগ্রত করতে হবে। কারণ যে জাতির দেশ প্রেম আছে সে জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না । নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, প্রধানমন্ত্রী অনুমোদিত নওগাঁ মেডিক্যাল কলেজে প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে ক্লাশ শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী। উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মোঃ আব্দুল মালেক, নওগাঁর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু, নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি, নওগাঁ আড়াইশ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম, সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা বিভাগের প্রধান ডাঃ মঞ্জুরুল আলম, নওগাঁ বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম, স্বাচিবের ডাঃ মোঃ আজিজুল হক বক্তব্য রাখেন। নেত্রকোনা নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, সদ্য প্রতিষ্ঠিত নেত্রকোনা সরকারী মেডিক্যাল কলেজের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সকাল ১০টায় শিক্ষার্থী ও শিক্ষকদের পরিচিতি এবং পাঠদান শুরুর মধ্য দিয়ে কলেজটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই ভবনে কলেজের অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত পরিচিতি সভায় অধ্যক্ষ ডাঃ একেএম সাদিকুল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. রফিক উল্লাহ খান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক আবদুল গণি, জেলা প্রশাসক মঈন উল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ। এ সময় কয়েক শিক্ষার্থীও তাদের অনুভূতি ব্যক্ত করেন।
×