ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আলোচিত খবর

প্রকাশিত: ০৭:৪৭, ১০ জানুয়ারি ২০১৯

আলোচিত খবর

ছিয়াত্তরে গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ডস হলিউডের ছবিগুলো যেমন আকর্ষণীয় তেমনি পুরস্কারগুলোও আকর্ষণীয়। সিনেমা এবং টিভিতে সেরা কাজের জন্য প্রতি বছরই হলিউডে দেয়া হয় গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ডস। সিনেমা এবং টেলিভিশন দুই বিভাগেই পুরস্কারে ভূষিত করা হয়। ৭ জানুয়ারি আমেরিকার লস এ্যাঞ্জেলেসের একটি হোটেলে বসে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ৭৬তম আসর। ‘গ্রিন বুক’ এবং ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ এবার সেরা সিনেমা হিসেবে বিবেচিত হয়েছে। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রামি মালেক এ সেরা অভিনেত্রী গ্লেন ক্লোজ। সেরা বিদেশী ভাষার সিনেমা- রোমা, সেরা অভিনেতা কমেডি- অলিভিয়া কোলম্যান সেরা পরিচালক- আলফোনসো কুয়ারন, সেরা চিত্রনাট্যকার- নিক ভাল্লেলঙ্গা, সেরা সুর- জাস্টিন হারউইজ, সেরা গান- শ্যালোও। এছাড়া টিভি বিভাগে, সেরা সিরিজ (ড্রামা)- দ্য আমেরিকানস সেখানে সেরা অভিনেতা রিচার্ড ম্যাডেন এবং সেরা অভিনেত্রী সানড্রা ওহ। সেরা কমেডিয়ানের পুরস্কার পান মাইকেল ডগলাস। এরা ড্রামা সিরিজের জন্য পুরস্কারে ভূষিত হন। বলিউডপাড়ায় বিয়ের ধুম! গত বছরটা যেন বলিউডপাড়ায় বিয়ের ধুম লেগেছিল। নতুন বছরে যে তেমনটার ব্যতিক্রম হবে না এটাও তো এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না। কেননা বছরের শুরুতেই বলিউডপাড়ায় আরেকটি বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে জর্জিয়া এন্ড্রিয়ানির বিয়ের গুঞ্জন। ২২ বছরের ছোট জর্জিয়া প্রেমে পড়েছিলেন আরবাজের। আর সেই প্রেমের সম্পর্কই এখন শাদি মোবারকে পরিণত হতে যাচ্ছে। নতুন বছর এ জুটিকে দেখা গেছে নিউইয়ার্কে। এক পার্টিতে অংশগ্রহণ করে দুজনের ঘনিষ্ঠ বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন জর্জিয়া। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘২০১৮ সালে আমাকে সব কিছু দেয়ার জন্য ধন্যবাদ। আমি তোমাকে কখনই যেতে দেব না। ২০১৯ সালে আমি তোমার সঙ্গে জীবন কাটাতে বেশ উৎসুক। প্রকাশ থাকে যে, আরবাজ ২০১৭ সালে তার স্ত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। ইমরান হাশমী ‘চিট ইন্ডিয়া’ শিরোনাম দেখে অনেকেই চমকে উঠতে পারেন। আসলে তেমন কিছু নয়। চিট ইন্ডিয়া একটি ছবির নাম। আর সে ছবির অভিনেতা ইমরান হাসমী। আগামী ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। বলিউডের ছবির প্রযোজকরা সব সময়ই চান বিশেষ দিনগুলোতে ছবি মুক্তির ব্যাপারে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তাই তিনটি ছবি মুক্তির কথা ছিল। তবে বিপাক যেখানে লাগে তা হলো দুটি বাঁধার মুখে পড়েছে ‘চিট ইন্ডিয়া’। এক- কঙ্গনা রনৌত অভিনীত ‘মণিকর্ণিকা- দ্য কুইন অব ঝাঁসি, দুই- শিবসেনাপ্রধান প্রয়াত বালা সাহেব থ্যাকরের জীবনের ওপর নির্মিত ছবি ‘থ্যাকরে’ ছবিটি প্রযোজনা করেছে শিবসেনা নেতা সঞ্জয় রাউত। একই দিনে তিন তিনটি ছবি মুক্তি হলে ব্যবসায় যে কালো ধোঁয়া পড়বে সেটা বুঝেই ‘চিট ইন্ডিয়া’ ছবিটি মুক্তির সময় এগিয়ে নিয়ে আসেন তাঁর প্রযোজক। তবে শিবসেনাদের ভয়ে নাকি শ্রদ্ধা দেখিয়ে ছবিটি মুুক্তির সময় এগিয়ে এনেছেন সে ভাবটা এখন বোঝা যাচ্ছে না।
×