ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাটকে বাজেট কম তাই চরিত্র কমে গিয়েছে : শ্যামল

প্রকাশিত: ০৭:৪৬, ১০ জানুয়ারি ২০১৯

নাটকে বাজেট কম তাই চরিত্র কমে গিয়েছে : শ্যামল

শ্যামল মাওলা। টিভি নাটকে যার রয়েছে একটা লম্বা সময়ের পরিচিতি। সময়ের ব্যস্ত অভিনেতাদের একজন। সম্প্রতি সমসাময়িক কাজ এবং ব্যস্ততা নিয়ে কথা বলেন আনন্দকণ্ঠের সঙ্গে। সাক্ষাতকার নিয়েছেন- খোকন ভূঁইয়া আনন্দকণ্ঠ : হাতে গোনা কয়েকটা দিন গত হলো নতুন বছর শুরু হয়েছে। কী ভাবছেন পুরো বছরটি নিয়ে? শ্যামল : ২০১৯ সালে দর্শকদের ভাল লাগার মতো কিছু কাজ করতে চাই। আশা করছি সেটা সম্ভব হবে। অভিনয় ক্যারিয়ারে আমি অনেক কাজ করেছি, কিন্তু উল্লেখ করার মতো আরও ভাল কিছু কাজ করতে চাই। কাজের জায়গায় এ বছর আমি আরও সিরিয়াস! আনন্দকণ্ঠ : নতুন কোন প্রত্যাশা? শ্যামল : প্রত্যাশা, দেশের আরও উন্নয়ন কামনা করি- এই সরকারের কাছে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করছি। আমি চাই আমার দেশ আরও সামনের দিকে এগিয়ে যাক। আনন্দকণ্ঠ : আপনার অভিনীত ‘কিপটা জামাই’ প্রসঙ্গে বলুন- শ্যামল : গল্পে দেখা যাবে, স্বামী-স্ত্রী কক্সবাজার যায় ঘুরতে। তবে প্রতিটি জিনিসেই স্বামী কিপটেমি করে। স্ত্রী যেটাই কিনতে চায় না কেন সেটাই স্বামী বলে এটা দরকার নেই। নানা অজুহাত। এমনকি দুই-পাঁচ টাকার বেশি বকশিশ দেয় না। একটা সময় স্বামীকে তালাক দেবার সিদ্ধান্ত নেয় স্ত্রী। তারপর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। এমনই একটি গল্প নিয়ে নাটক ‘কিপটা জামাই’। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। গল্পটি খুবই সুন্দর, সাধারণত আমরা যে টাইপের গল্পে অভিনয় করি বা দেখে থাকি তার থেকে ব্যতিক্রম একটি গল্প। পরিচালকও খুব যত্ন সহকারে নির্মাণ করেছেন, আশা করি দর্শকদের ভাল লাগবে। আনন্দকণ্ঠ : টিভি নাটকের গল্প ঘুরে ফিরে একই, দেখা যাচ্ছে- শ্যামল : ‘এখন টিভি নাটকে মানুষের জীবনের ঘটে যাওয়া বিষয়গুলো ওঠে আসছে। নাটকের মধ্যে সিরিয়াস, এ্যাকশন, বিরহ এবং কমেডিও হচ্ছে। ’নাটকের গল্পে এখন মা-বাবা, ভাই-বোনের চরিত্র খুব একটা দেখা যায় না। ‘আমাদের দেশের নাটকের বাজেট খুবই কম। বাজেট কম তাই চরিত্র কমে গিয়েছে। যদি একটা নাটকের বাজেট দশ লাখ হতো তাহলে হয়তো সকল কলাকুশলী নিয়ে নাটকের গল্প লেখা হতো। মূল সমস্যা হলো বাজেট। আর এ কারণে চরিত্রগুলো কমে গিয়েছে।’ আনন্দকণ্ঠ : বাজেট স্বল্পতার কারণে নাটকের মানে প্রভাব পড়ছে বলে মনে করেন? শ্যামল : অবশ্যই প্রভাব পড়ছে। বর্তমান সময়ে যতই দিন যাচ্ছে আমাদের নাটকের মান ততই কমে যাচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে নাটকের বাজেট। টেলিভিশন চ্যানেলগুলো কিংবা এজেন্সিগুলো খুব একটা বাজেট নাটকের জন্য দেয় না, যে বাজেট দেয় তার ওপর নির্ভর করে নাটকটি শেষ করা হচ্ছে। আনন্দকণ্ঠ : চলচ্চিত্র ভাবনা- শ্যামল : সবারই ইচ্ছে থাকে বড়পর্দায় কাজ করার আমারও আছে। আমি প্রস্তুত চলচ্চিত্রের জন্য। সিনেমায় কাজের ব্যাপারে কথা চলছে সব কিছু ব্যাটে বলে মিলে গেলে চলতি বছর চলচ্চিত্রে অভিষেক হব।
×