ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইয়ামি গৌতম এগিয়ে...

প্রকাশিত: ০৭:৪৫, ১০ জানুয়ারি ২০১৯

ইয়ামি গৌতম এগিয়ে...

মডেলিং থেকে অভিনয়ে। এটা এখন শোবিজে খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠছে। হলিউড বলিউড ঢালিউড যে দিকেই চোখ রাখা হোক না কেন মডেল থেকে অভিনেতা অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশের স্যালা উদাহরণ দেখা যায়। মডেলিং এর অভিজ্ঞতা সিনেমায় অভিনয়ে বেশ কাজে লাগে। কারণ মডেলিং করতে গিয়ে অভিনয়, নাচ, সবই করতে হয়। মডেলিং করতে গিয়ে মডেলরা অনেকটাই পরিপক্বতা অর্জন করেন শোবিজের অনেক বিষয়েই পারঙ্গমতা লাভ করেন। তাছাড়া মডেলিংয়ের সুবাদে অর্জিত জনপ্রিয়তা, পরিচিতি এবং অভিজ্ঞতা সিনেমায় অভিনয়ে চমৎকারভাবে কাজে লাগিয়ে তরতর করে এগিয়ে যেতে পারেন। অথচ একজন ফ্রেশ ছেলে কিংবা মেয়েকে সিনেমার অঙ্গনে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে হলে নানাভাবে নাচগানের অভিনয়ের ফাইটের প্র্যাকটিস করতে হয়। অথচ একজন মডেল তার পেশাগত অভিজ্ঞতাকে পুঁজি করে সিনেমায় ভাল ভাল সুযোগ পেয়ে যান সহজেই। এ ক্ষেত্রে তাকে তেমন সময় নষ্ট করতে হয় না, দীর্ঘ চড়াই-উৎরাই পথ পাড়ি দিতে হয় না। বলিউডে মডেলিং থেকে আসা এ সময়ের আলোচিত জনপ্রিয় মুখের মধ্যে ইয়ামি গৌতম অনেকটাই এগিয়ে রয়েছেন। তাকে গত কয়েক বছরে বলিউডি অনেক ছবিতে দেখা গেছে। এ সপ্তাহে ইয়ামিকে আবার দেখা যাবে নতুন একটি বলিউডি সিনেমায়। দেখতে দেখতে সিনেমার অঙ্গনে ১০ বছর হয়ে গেছে ইয়ামি গৌতমের। হিন্দী তামিল, তেলেগু, মালায়লাম, পাঞ্জাবি, মারাঠি সিনেমায় সমানভাবে বিচরণ করছেন। ইতোমধ্যে তার অভিনীত ১৭টি সিনেমা মুক্তি পেয়েছে। মডেল হিসেবে উপমহাদেশের ঘরে ঘরে, তাকে সবাই চেনে বেশ ভালভাবেই। বলা যায় জনপ্রিয়ও। ফেয়ার অ্যান্ড লাভলি’ সার্ল হিসেবে ঘরে ঘরে ইয়ামির পরিচিতি গত বেশ কয়েক বছরের। ২০১২ সালে বলিউডে নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ ভিকি ডোনার সিনেমার মাধ্যমে। প্রথম অভিনীত সিনেমাটি চলচ্চিত্রবোদ্ধা এবং দর্শকদের বিপুল প্রশংসা অর্জনের পাশাপাশি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। ফলে সফল অভিনেত্রী হিসেবে বলিউডে শুরু থেকে গ্রহণযোগ্যতা পেয়ে আসছেন ইয়ামি গৌতম। তাকে গত বছর সর্বশেষ দেখা গেছে সমাজ সচেতন বক্তব্য প্রধান ছবি ব্যক্তি গুল মিটার চালুতে। শহিদ কাপুর ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে ইয়ামি এ ছবিতে একজন তরুণী আইনজীবী এ্যাডভোকেট গুলনার রিজভির চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় প্রশংসিত হয়েছে। ভিকি ডোনার, এ্যাকশন জ্যাকসন, জুনুনিয়াত, সানাম রে, কাবিল, সরকার থ্রি, ছবিগুলোতে তার চমৎকার পারফরমেন্স এবং উজ্জ্বল পর্দা উপস্থিতি প্রমাণ করেছে তার যোগ্যতা। একজন সুন্দরী গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবে বলিউডের বাণিজ্যিক সিনেমায় নিজেকে প্রয়োজনীয় করে তোলার ক্ষেত্রে অনেকটাই সফল বলা যায় তাকে। গত কয়েক বছরের পথচলায় সব ধরনের রোলে নিজেকে মানিয়ে নেয়ার সক্ষমতা অর্জন করেছেন ইয়ামি। আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে অজয় দেবগন, হৃত্বিক রোশন পুলকিত স¤্রাট, বরুন ধাওয়ান প্রমুখ নায়কের বিপরীতে নায়িকা সেজেছেন তিনি। নতুন বছরের শুরুতেই ইয়ামি আসছেন আবার দর্শকদের সামনে। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে ‘উরিঃ দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিটি। এ্যাকশন ধাঁচের বলিউডি সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ২০১৬ সালে পাক ভারত উরি সীমান্তে পাকিস্তানী জঙ্গী গোষ্ঠীর আক্রমণ মোকাবেলায় শ্বাসরুদ্ধকর বাস্তব ঘটনাবলী নিয়ে। ভারতীয় সেনাবাহিনীর বীর কমান্ডোদের দুঃসাহসী কর্মকা- তুলে ধরা হয়েছে ছবিটিতে। এখানে ইয়ামি ছাড়াও অভিনয় করেছেন কৃতি কুলহারি, পরেশ রাওয়াল, মোহিত রায়না, ইভান রড্রিগিজ, মানসী পারেখ প্রমুখ। কাশ্মীরে ভারতীয় সৈন্যদের উরি বেস ক্যাম্পে ভয়াবহ জঙ্গী হামলার ঘটনা সারা বিশ্বে দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল। জঙ্গী হামলা মোকাবেলায় ভারতীয় সৈন্যরা তাদের অসীম সাহস ও বীরত্ব প্রমাণ করেছিল। ২০১৬ সালে সংঘটিত এ ঘটনার এক বছর পর এ নিয়ে বলিউডে সিনেমা তৈরির ঘোষণা আসে ২০১৭ এর সেপ্টেম্বরে। নতুন পরিচালক আদিত্য ধর ছবিটি পরিচালনা করেছেন। এগারো দিনে সংঘটিত শ্বাসরুদ্ধকর ঘটনাগুলো সেলুলয়েডে তুলে ধরা হয়েছে। ছবিতে একজন তরুণ মেজর ভিহান শেরগিল-এর ভূমিকায় অভিনয় করেছেন তরুণ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেতা ভিকি কুশল। অভিনীত চরিত্র যথাযথভাবে রূপায়নের জন্য একটানা বেশ কয়েকদিন দৈনিক তিন থেকে চার ঘণ্টা ধরে কঠোর অনুশীলন করেছেন। মিলিটারি ট্রেনিং সম্পন্ন করে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ভিকি কুশল। নায়িকা ইয়ামি গৌতমকে ও মার্শাল আর্ট-এর ট্রেনিং নিতে হয়েছে ‘উরি’ ছবিতে অভিনয়ের জন্য। ভারত পাকিস্তান সীমান্তে কাশ্মীর এলাকার পটভূমিকায় এ ছবির গল্প সাজানো হলেও সাবিয়াতে ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে। এ রকম একটি বাস্তব ঘটনানির্ভর আলোচিত সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে অনেক খুশি ইয়ামি গৌতম। ‘আমি এ পর্যন্ত যতগুলো সিনেমায় কাজ করেছি তার মধ্যে বিভিন্ন স্বাদের বিভিন্ন মেজাজের সিনেমা ছিল, উরি’ সিনেমাটি সেগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা, এখানে আমার অভিনীত চরিত্রটিতে নতুনত্বের ছোঁয়া রয়েছে। আশা করি দর্শক আমার অভিনয়ে মুগ্ধ হবেন। ‘সাম্প্রতিক এক সাক্ষাতকারে কথাগুলো বলেছেন সুন্দরী এই মডেল কাম অভিনেত্রী উরি।’ দ্য সাজিক্যাল স্ট্রাইক, এর মতো একটি ভিন্নধারার এ্যাকশন সিনেমা ইয়ামি গৌতমের ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে বলে দেয়া যায় আগেভাগেই।
×