ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মনোরঞ্জনে ব্যস্ত থাকবেন যারা...

প্রকাশিত: ০৭:৪৩, ১০ জানুয়ারি ২০১৯

মনোরঞ্জনে ব্যস্ত থাকবেন যারা...

গত হলো কয়েক দিন। দুই হাজার আঠারো সাল। নানা কারণে বছরটি ছিল ঘটনাবহুল। চলতি বছরও এমনই ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে চলচ্চিত্রের জন্য বছরটি অন্য বছরের তুলনায় ব্যতিক্রমী হতে যাচ্ছে। এ বছর রুপালি পর্দায় মুক্তি পাবে বেশ কয়েকজন তারকার একাধিক চলচ্চিত্র। ইতেমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র এসেছে আলোচনায়। কেউ আবার চলতি বছর সৌরভ ছড়াবেন অভিনয় দিয়ে। কেউ বা হবেন- রুপালি পর্দায় নবসারথি। তাদের কাছে নতুন প্রত্যাশায় বুক বেঁধেছেন সিনেমাপ্রেমীরা। চলতি বছর নজর থাকবে যাদের ওপর। তেমনই কয়েকজনকে নিয়ে লিখেছেন- রুহুল আমিন ভূঁইয়া শাকিব খান দুই বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এক যুগেরও বেশি সময় ধরে অভিনয়, জনপ্রিয়তা ও পারিশ্রমিক- সবদিক থেকেই ঢাকাই সিনেমার শীর্ষে শাকিব খান। সিনেমা হলে শাকিব মানেই হাউসফুল। এ রকম ধারণা থেকে পরিচালক-প্রযোজকরা চোখ বুজে লগ্নি করেন এই তারকার নামে। চলতি বছর শাকিব খানের বেশকিছু ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এরমধ্যে উল্লেখযোগ্য ‘শাহেনশাহ’, ‘একটু প্রেম দরকার’, ‘কালপ্রিট’, ‘বীর’সহ একাধিক চলচ্চিত্র। প্রতিটি ছবিতেই তাকে ভিন্ন ভিন্ন লুকে দেখা যাবে। রোদেলা জান্নাত ‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে নায়িকা তকমা লাগাতে চলেছেন মিষ্টি মেয়ে রোদেলা জান্নাত। আর প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে। এরইমধ্যে ছবির শূটিং শেষ হয়েছে। বাকি আছে শুধু গানের শূটিং। যা খুব শীঘ্রই দৃশ্যধারণ হবে। ছবিটি আসছে ফেব্রুয়ারিতে মুক্তি পাবার কথা রয়েছে। ছবিটি নিয়ে রোদেলা জান্নাত বলেন, ‘শাহেনশাহ’ ছবিতে আমার চরিত্রের নাম ‘প্রিয়া’। যিনি এলাকার বিত্তশালী পরিবারের মেয়ে। ‘প্রিয়া’ খুব পাখিপ্রেমী একটি মেয়ে। পাখিকে কেন্দ্র্র করেই ‘শাহেনশাহ’র সঙ্গে প্রিয়ার দেখা। আর শাহেনশাহ প্রিয়ার মন জয় করেন পাখি দিয়েই, যা পর্দায় দর্শক দেখতে পাবেন। এ ছবিতে আমার চরিত্রের গুরুত্ব অনেক বেশি। আর ছবির পুরো ইউনিট অনেক সহযোগিতা করেছেন। আমি চেষ্টা করেছি নিজেকে প্রমাণ করার জন্য। নিজেকে পরিণত অভিনেত্রী হিসেবে তৈরি করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে কতটুকু নিজেকে মেলে ধরতে পেরেছি তা ছবিটি মুক্তি পেলে বলতে পারব। তবে আমার বিশ্বাস আমাকে দর্শক পছন্দ করবেন। পূজা চেরি পূজা চেরি নামটির সঙ্গে দর্শক এখন সুপরিচিত। প্রথম ছবিতে অভিনয় করে বাজিমাত করেছেন পূজা। একে একে পোড়ামন-২, দহন ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে চারদিকে। নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে সম্ভাবনাময়ী একটি নাম এখন পূজা। পূজা অভিনীত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ‘প্রেম আমার ২’ ছবিটি আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। তবে ছবিটি মুক্তির আগে প্রচারণায় তাকে সেভাবে দেখা যাবে না বলে জানান পূজা। কারণ, পড়ার টেবিলে সময় কাটাতে হবে। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ কারণে সিনেমাকে আপাতত ছুটি দিয়েছেন এই অভিনেত্রী। পূজা বলেন, ‘আপাতত কাজ করা সম্ভব নয়। এমনিতেই কাজ নিয়ে পুরো বছর ব্যস্ত থাকতে হয়। যার জন্য দশ বছর সাধনা করেছি ভাল একটি রেজাল্ট করে, ভাল একটি কলেজে ভর্তি হব। তাই এ সময়টাতে লেখাপড়া করছি। মাত্রই মডেল টেস্ট দিলাম। পরীক্ষার প্রস্তুতি ভালই চলছে।’ সুচিস্মিতা মৃদুলা সুচিস্মিতা। যে নামের অর্থ পবিত্র বা সুন্দর হাসি। ঢালিউডপাড়ায় আবির্ভূত এমন এক সুন্দর মিষ্টি হাসির মিষ্টি মেয়ের নাম সুচিস্মিতা মৃদুলা। যার নাম এখন ঢালিপাড়ায় সবার মুখে মুখে। এর কারণও রয়েছে। শুরুটাই হচ্ছে ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের বিপরীতে। ‘একটু প্রেম দরকার’ শিরোনামের ছবিতে নায়িকা হয়ে অভিষেক হবে তার। সুচিস্মিতার ভাষ্যমতে, নিজের স্বপ্নের নায়ককে পেয়েছেন পর্দার নায়ক হিসেবে। এ যেন লালিত স্বপ্নকে হাতের নাগালে পাওয়া। আরিফিন শুভ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম একজন আরিফিন শুভ। অনেকদিন থেকে পর্দায় দেখা মেলেনি তার। তার ভক্তরা নতুন কোন চমকের অপেক্ষায়। ‘মিশন এক্সট্রিম’ ও ‘সাপলুডু’ শিরোনামের দুটি ভিন্ন গল্পের সিনেমায় চমক নিয়ে আসছেন শুভ। ‘সাপলুডু’ ছবিটি প্রসঙ্গে, শুভ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপট নিয়েই ছবির গল্প। দেশীয় চলচ্চিত্রে এ্যাকশন থ্রিলার গল্পের ছবি কম নির্মাণ হয়ে থাকে। সে দিক থেকে এ ছবিতে অনেক সারপ্রাইজ রয়েছে। সিয়াম আহমেদ এ সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। আসলেন দেখলেন জয় করলেন দর্শকদের হৃদয়। অভিষেকেই বাজিমাত করেন সিয়াম। শাকিব খান ও আরিফিন শুভর পর চলচ্চিত্রে এ সময় যে নায়কের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি সিয়াম আহমেদ। মাত্র দুটি সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে তিনি নিজের প্রতিভা আর সম্ভাবনার কথা জানান দিয়েছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তৌকীর আহমেদ পরিচালিত তৃতীয় সিনেমা ‘ফাগুন হাওয়ায়’। ১৯৫২ সাল ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে ফাগুন হাওয়ায় ছবির গল্প। এ ছবিতে সেই সময়ের বাংলাদেশের এক মফস্বল শহরের গল্প তুলে ধরা হয়েছে। ছবিটির পরিবেশক অভি কথাচিত্র। ‘ফাগুন হাওয়ায়’ নির্মিত হয়েছে টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায়। ছবিটিতে নাসির চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। সিয়াম বলেন, ‘তৌকীর ভাইয়ের নির্দেশনায় এই চলচ্চিত্রে কাজ করা আমার জন্য শিক্ষানবিস একটি প্রজেক্ট ছিল। তার নির্দেশনা এক কথায় অসাধারণ। অনেক গুণী শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’ আমি ছবিটি নিয়ে আশাবাদী। ছবিটি ৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গেল বছরজুড়েই ছিলেন আলোচনায় ও অভিনয়ে সফলদের শীর্ষে। এ বছর মুক্তি পাবে তার অভিনীত চলচ্চিত্র ‘আমি প্রজা হবো’, ‘ফুড়ৎ’, ‘কণ্ঠ’ ও ‘মেসিডোনা’। তাই চলতি বছর বিশেষ নজর থাকবে জয়ার ওপর। নুসরাত ইমরোজ তিশা নুসরাত ইমরোজ তিশা রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী। তিনি সব সময় বেছে বেছে ভিন্নধারার গল্পে কাজ করেন। ‘ফাগুন হাওয়ায়’ ও ‘শনিবার বিকেল’ তেমনি গল্পের ছবি। ‘শনিবার বিকেল’ ছবিটি নিয়ে জানতে চাইলে এ নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন তিনি। তবে সবাইকে আশ্বস্ত করে বলেন, আশা করছি ‘হালদা’র পর এ ছবিতেও আমার অভিনয় ভাললাগবে দর্শকের।
×