ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুরের সাধক বাবলু শাহ

প্রকাশিত: ০৭:৪২, ১০ জানুয়ারি ২০১৯

সুরের সাধক বাবলু শাহ

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় লোকসঙ্গীত অঙ্গনের অন্যতম পরিচিত মুখ কণ্ঠশিল্পী বাবলু শাহ। নিয়মিত গান করে ইতোমধ্যে শ্রোতাদের ভালবাসা অর্জন করতে সমর্থ হয়েছেন। বিশেষ করে এফ এ সুমনের কম্পোজিশনে বাবলু শাহর দরদী কণ্ঠে চান মিয়া বয়াতির বিখ্যাত গান ‘ম্যাজিস্ট্রেট শামসুল হক’ গানটি বাবলু শাহকে অনেকটাই তারকা পরিচিত দিয়েছে। এ গানটি তার সঙ্গীত ক্যারিয়ারের মাইলফলক হয়ে আছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে-গ্রামে-গঞ্জে সর্বত্র গানটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। যার প্রভাব পড়েছে তার সঙ্গীত সাধনায়। প্রতিনিয়ত চলছে তার সুর সাধনা। তারই পরিক্রমায় জামালপুর অঞ্চলের জনপ্রিয় গান ‘কুল কান্দিতে পাইলিং দিয়া’ গানটি দিয়ে বাবলু শাহ নিজের দরদী কণ্ঠের পরিচয় দিয়েছেন। তার গাওয়া ‘আমি যেদিন যাবো মারা’ গানটির মরমী চিন্তা সংবেদনশীল মনে নাড়া দিয়েছে। লোক গানের মুকুটবিহীন সম্রাট আবদুল আলীমের গাওয়া ‘কেহ করে বেচাকেনা-কেহ কান্দে’ গানটিতে তাকে শ্রোতাদের মনে শক্ত আসন গড়ে নিতে সহায়ক হয়েছে। সময়ের আলোচিত গান ‘আমি তো ভালা না, ভালা লইয়াই থাকো’ গানটিতেও বাবলু শাহ’র স্বকিয়তা স্পষ্ট। হাজার বছরের ঐতিহ্যে লালিত হারানো দিনের লোক গানের কথা-সুর ঠিক করে সঙ্গীত আয়োজনে নতুনত্ব এনে গানটি পুনঃগায়কীর পাশাপাশি বাবলু শাহ মৌলিক ফোক গান তৈরিতেও বেশ মনোযোগী গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার সংগ্রামে সচেষ্ট। তারই ধারাবাহিকতায় ইব্রাহিম খলিল ইবুর রচনায় অপু খানের সুরে ‘চোখের কাঁটা’ শিরোনামের গানটি বেশ আলোচিত হয়েছে। বর্তমানে স্টেজ ও টিভি অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করছেন বাবলু শাহ। দেশের বাইরেও তিনি গান করেছেন। মাটির গানের কণ্ঠসাধক বাবলু শাহ শ্রোতাদের ভালবাসাকে পুঁজি করে সামনের পানে এগিয়ে যেতে চান। আমৃত্যু গানের সঙ্গেই থাকতে চান। স্বপ্ন দেখেন আমাদের ফোক গানকে বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে তুলে ধরার। তার জন্য অনেক অনেক শুভকামনা।
×