ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আইয়ুব বাচ্চু স্মরণানুষ্ঠান কাল

প্রকাশিত: ০৭:৪২, ১০ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে আইয়ুব বাচ্চু স্মরণানুষ্ঠান কাল

সংস্কৃতি ডেস্ক ॥ ব্যান্ড সঙ্গীতের তুমুল জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর জন্ম, বেড়ে ওঠা, মিউজিক সবকিছুর শুরুটা চট্টগ্রামে। তাই আইয়ুব বাচ্চুর জন্ম শহর চট্টগ্রামে তাকে নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় আইয়ুব বাচ্চু স্মরণে আশিক বন্ধু’র লেখা নতুন গান ‘সবার প্রিয় এবি’ গানের প্রকাশনা, স্মরণ সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করছেন এবি মিউজিক স্টেশন, আইয়ুব বাচ্চু সঙ্গীত স্মৃতি পরিষদ, ফেয়ার টাচ মিডিয়া, চট্টগ্রাম অডিও শিল্পী সংস্থা। আইয়ুব বাচ্চুকে নিয়ে এই আয়োজন ওই দিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। চট্টগ্রামে বসবাসরত আইয়ুব বাচ্চুর খুব কাছের গানের জগতের বন্ধু, স্বজন ও শিল্পী, সাংবাদিক ও মিডিয়া কর্মীরা অনুষ্ঠানে অংশ নেবেন। এদিন অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সাসটেইন ব্যান্ড, সাইফুদ্দিন মাহমুদ খান, মামুনুল ইসলামসহ আরও অনেকে। আইয়ুব বাচ্চুর ভক্ত, বন্ধু, মিডিয়া কর্মী সবাইকে আগামীকাল চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর স্মরণ সভা ও ‘সবার প্রিয় এবি’ গানের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠান উদ্যোক্তা গীতিকার আশিক বন্ধু ও ফারুক হাসান।
×