ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঞ্চে আসছে থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’

প্রকাশিত: ০৭:৪০, ১০ জানুয়ারি ২০১৯

মঞ্চে আসছে থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’। বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন ড. মোহাম্মদ বারী। আগামীকাল ১১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এখন চলছে শেষ মুহূর্তের মহড়া। আগামী ৭-৯ জানুয়ারি মহিলা সমিতির মঞ্চে নাটকটির কারিগরি মহড়া অনুষ্ঠিত হবে। এরপর ১১ জানুয়ারি দর্শকের সামনে আসবে ‘অনুদ্ধারণীয়’। ‘অনুদ্ধারণীয়’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- মোহাম্মদ বারী, মেহমুদ সিদ্দিকী লেনিন, মাজিদুল মিঠু, মাহফুজ সুমন, নুরুজ্জামান বাবু, সরকার জামান, আকাশ মোদক, এস আর সম্পদ, ফৌজিয়া করিম অপ্সরা মৌ, রাকিবুল ইসলাম, সুমন আকন্দ, আশিকসহ আরও অনেকে। নাটকের নেপথ্য কুশিলবরা হলেন নির্দেশনা সহকারী স্বাধীন শাহ, মঞ্চ ব্যবস্থাপনা সরকার জামান, সহকারী রাকিবুল ইসলাম, মঞ্চ ও ভিজ্যুয়াল ডিজাইন শাহীনুর রহমান, সহযোগী আরিফ সাকিল। ভিজ্যুয়াল প্রক্ষেপণ রানা শিকদার। আলোক পরিকল্পনা অম্লান বিশ্বাস, আবু সুফিয়ান বিপ্লব, আলোক প্রক্ষেপণ আবু সুফিয়ান বিপ্লব, আবদুল আলীম। আবহসঙ্গীত পরিকল্পনা সেলিম মাহবুব, সঙ্গীত নিয়ন্ত্রণ আবির সায়েম। কোরিওগ্রাফি অনিকেত পাল বাবু। পোশাক পরিকল্পনা ফৌজিয়া করিম। দ্রব্যসামগ্রী ব্যবস্থাপনা মাজিদুল মিঠু। প্রকাশনা প্রশান্ত হালদার। প্রযোজনা অধিকর্তা রোকেয়া রফিক বেবী। ‘অনুদ্ধারণীয়’ মূলত প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প; দুটি চরিত্র- কবি ও কবিভক্ত অমিতের চূড়ান্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী। বাস্তবতার দৃষ্টিকোণ থেকে অন্তঃসারহীন ভাববাদিতার অভিযোগে কবি অভিযুক্ত হন, এমনকি খ্যাতির চূড়ায় প্রতিষ্ঠিত কবির বন্ধ্যা সৃজনশীলতার অভিযোগও কবিভক্ত অমিতের। স্খলিত কবির প্রকৃত সৃজনকে ভাবীকালে উত্তীর্ণ করার দায় নিয়ে অমিত কবিকে ধরে নিয়ে যায় তার ডেরায়। মুখোমুখি হয় দু’জন।
×