ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে শিশু অপহরণ ও হত্যাকারীর বাড়ি পুড়িয়ে দিল জনতা

প্রকাশিত: ০৭:৩৫, ১০ জানুয়ারি ২০১৯

যশোরে শিশু অপহরণ ও হত্যাকারীর বাড়ি পুড়িয়ে দিল জনতা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুরে মুক্তিপণের দাবিতে শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত বিল্লালের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর আগে মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় বিল্লাল। বুধবার সন্ধ্যার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী বিল্লালের বাড়িতে আগুন দেয়। আগুনে বাড়িটির তিনটি বসতঘর, আসবাবপত্র, একটি ভ্যানসহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এদিকে খুনের শিকার শিশু শিক্ষার্থী তারিফ হোসেনের লাশ ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যার আগে বাড়িতে পৌঁছেছে। মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, ময়নাতদন্ত শেষে বিকেলে শিশু তারিফের লাশ বাড়িতে পৌঁছলে বিক্ষুব্ধ জনতা অপহরণকারী বিল্লালের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশু তারিফ হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।’ প্রসঙ্গত, পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে রবিবার ফেদাইপুর গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্র তারিফকে অপহরণের পর হত্যা করে বিল্লাল।
×