ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রমিকদের মজুরি সমস্যা দ্রæত সমাধান হবে ॥ শ্রম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৭:২৩, ১০ জানুয়ারি ২০১৯

শ্রমিকদের মজুরি সমস্যা দ্রæত সমাধান হবে ॥ শ্রম প্রতিমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ পোশাক শ্রমিকদের মজুরি সংক্রান্ত সমস্যা দ্রæত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নবনিযুক্ত শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। তিনি শ্রমিকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা তড়িঘড়ি করেই চলমান সঙ্কটের সমাধান করতে চাচ্ছি। যে সমস্যা দেখা দিয়েছে, তা যোগ-বিয়োগের কোন ভুল থাকতে পারে, মিটিংয়ে এসব বিষয় যাচাই-বাছাই করে সমস্যার সমাধান সম্ভব। বুধবার রাতে পোশাকখাতে মজুরি ও বেতন নিয়ে সৃষ্ট জটিলতা সংক্রান্ত বিষয় নিয়ে ঢাকায় নিজের সরকারী বাড়িতে জরুরী সংবাদ সম্মেলন এসব কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী। মুন্নুজান সুফিয়ান বলেন, সঙ্কট নিরসনে ইতোমধ্যে মালিকপক্ষের পাঁচজন, শ্রমিকপক্ষের পাঁচজন এবং সরকারের বাণিজ্য সচিব ও শ্রম সচিবকে নিয়ে ১২ সদস্যের একটি কমিটি হয়েছে। ত্রিপক্ষীয় এই কমিটি শ্রমিকদের বেতনের অসঙ্গতি দূর করার ব্যাপারে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আজ বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই পর্যালোচনা কমিটির প্রথম বৈঠকে বসবে। এই বৈঠকেই উদ্ভ‚ত সমস্যার সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের বিক্ষোভের মধ্যে যে ভাংচুর-বিশৃঙ্খলা হচ্ছে, তাতে তৃতীয় পক্ষের কোন ইন্ধন থাকতে পারে।
×