ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শূটিংয়ে চলছে জম্পেশ প্রস্তুতি

প্রকাশিত: ০৭:১১, ১০ জানুয়ারি ২০১৯

শূটিংয়ে চলছে জম্পেশ প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের দিল্লীতে অনুষ্ঠেয় শূটিং বিশ্বকাপকে সামনে রেখে চলছে বাংলাদেশ দলের জোর অনুশীলন। পুরুষ ও নারী দুই ক্যাটাগরিতে এই আসরে অংশ নেবেন আট শূটার। সম্ভাবনাময় ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলের গুরুত্ব বিবেচনায় এ মাসেই নিয়োগ দেয়া হবে নতুন কোচ। এবার ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ইতিহাস লিখতে চায় শূটিং ফেডারেশন। আর তাদের স্বপ্নবাজ করছেন বাংলার শূটাররা। সর্বশেষ কমনওয়েলথ গেমসে দুই রৌপ্য কিংবা সদ্য সমাপ্ত এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে আব্দুল্লাহ্ হেল বাকীর কোয়ার্টারে খেলা ... সবকিছু দিচ্ছে ইতিবাচক আভাস। ওয়াইল্ড কার্ড নয়, ফেডারেশনের লক্ষ্য এবার সরাসরি টোকিও অলিম্পিকে জায়গা করে নেয়া। তবে সে জন্য পার হতে হবে কঠিন বৈতরণী। যার শুরুটা ২০ ফেব্রুয়ারি দিল্লী থেকে শুরু হওয়া শূটিং বিশ্বকাপের মধ্য দিয়ে। আট প্রতিযোগীর নাম এখনও চূড়ান্ত না হলেও শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। গত কয়েক বছরে শূটিংয়ে বাংলাদেশের যত অর্জন তার বেশিরভাগই এসেছে ১০ মিটার এয়ার রাইফেলে। তাইতো এই ইভেন্টের জন্য কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জাতীয় দলের সাবেক শূটার শিপলুকে। আগামী সপ্তাহেই ক্যাম্পের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে শেষ পর্যন্ত এ বছর এসএ গেমস অনুষ্ঠিত না হলে দেশের শূটারদের অভ্যস্ত করতে কমপক্ষে দুটি জাতীয় প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য।
×