ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংলিশ লীগ কাপ

চেলসিকে হারিয়ে এগিয়ে টটেনহ্যাম

প্রকাশিত: ০৭:১০, ১০ জানুয়ারি ২০১৯

চেলসিকে হারিয়ে এগিয়ে টটেনহ্যাম

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের পেনাল্টি গোলে ইংলিশ লীগ (কারাবাও কাপ) কাপের ফাইনালের দৌড়ে এগিয়ে গেছে টটেনহ্যাম হটস্পার। মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগের বিতর্কিত ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে স্পার্সরা। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে গোলটি করেন কেন। ডি বক্সে ইংলিশ তারকা ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় টটেনহ্যাম। ভাগ্য সহায় থাকলে ৪০ মিনিটে সমতায় ফিরতে পারতো চেলসি। কিন্তু ফরাসী মিডফিল্ডার এনগোলো কন্টের শট পোস্টে লেগে প্রতিহত হয়। বিরতির পর ৫২ মিনিটে ২৫ গজ দূর থেকে কেনের জোরালো শট ঝাঁপিয়ে প্রতিহত করেন চেলসির স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিসাবালাগা। কিছুক্ষণ পর কন্টের দূরপাল্লার শট টটেনহ্যাম গোলরক্ষক রুখে দিলে আবারও গোলবঞ্চিত হয় একের পর এক আক্রমণ করতে থাকা চেলসি। গত নবেম্বরে ইংলিশ প্রিমিয়ার লীগেও টটেনহ্যামের মাঠে ৩-১ গোলে হেরেছিল মাওরিসিও সারির চেলসি। আগামী ২৪ জানুয়ারি চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শেষ চারের দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে। ম্যাচে একমাত্র গোলের উৎস নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। এ নিয়ে চেলসি চরম অসন্তোষ জানিয়েছে। ম্যাচের ২৪ মিনটে ঘটনার শুরু। এ সময় অফসাইডে থাকা স্পার্স তারকা হ্যারি কেনকে আটকানোর প্রয়োজন মনে করেননি চেলসির ডিফেন্ডাররা। ফলে ফাঁকা মাঠে বল নিয়ে এগিয়ে যান কেন। মাঠের রেফারি মাইকেল অলিভার ও ভিডিও রেফারি, দু’জনের কারও চোখেই কেনের অফসাইড অবস্থা ধরা পড়েনি। এরপর ‘ভিএআর’ ভিডিওতেও কেনকে অফসাইড বলে মনে হয়নি। শেষ মুহূর্তে কেনকে থামাতে বক্সের মধ্যে ফাউল করে বসেন চেলসির গোলরক্ষক কেপা। ফলে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। ম্যাচ শেষে নিজের আক্ষেপ লুকাননি চেলসির কোচ মাওরিসিও সাররি। তিনি বলেন, আমার মনে হয় ইংলিশ রেফারিরা এখনও ভিএআর ঠিকমতো ব্যবহার করতে শেখেননি। আমি কয়েক মিনিট আগে আমাদের একটা ক্যামেরায় দেখলাম, কেন অবশ্যই অফসাইডে ছিল। সে সময় অবশ্যই কেনকে থামানো উচিত ছিল। ইতালির লীগেও দেখেছি, ‘ভিএআর’ যখন চালু হলো, প্রথমদিকে পদ্ধতিটা বুঝতে সবার সমস্যা হতো। আমার মনে হয় ইংলিশ রেফারিরা এখনও এই প্রযুক্তিটা ঠিকমতো বুঝে উঠতে পারেনি। এটা এমন একটা পদ্ধতি যেটা প্রিমিয়ার লীগে ব্যবহার করা হয় না, কিন্তু লীগ কাপেও ঠিকই ব্যবহার করা হয়। শুধু অভিযোগ করেই থেমে থাকেননি তিনি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে চেলসি বস নিজের ল্যাপটপ নিয়ে কেনের অফসাইডে থাকার প্রমাণ উপস্থাপন করেন সাংবাদিকদের কাছে।
×