ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুলনার তৃতীয় হার, জয়ে ফিরল রাজশাহী

প্রকাশিত: ০৭:১০, ১০ জানুয়ারি ২০১৯

খুলনার তৃতীয় হার, জয়ে ফিরল রাজশাহী

স্পোর্টস রিপোর্টার ॥ দুই পরাজিত দলের লড়াই ছিল বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সেই লড়াইয়ে খুলনা টাইটান্সকে ৭ উইকেটে হারিয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে প্রথম জয়ের মুখ দেখেছে রাজশাহী কিংস। প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে ৮৩ রানের বড় ব্যবধানে হেরেছিল তারা। এবার বিশাল জয়ই তুলে নিল তারা খুলনার ৯ উইকেটে করা ১১৭ রান তাড়া করে। মেহেদী হাসান মিরাজের করা ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে ১৮.৫ ওভারে ৩ উইকেটে প্রয়োজনীয় ১১৮ রান তুলে নেয় তারা। এটি খুলনার টানা তৃতীয় হার। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দুই ওপেনার পল স্টারলিং ও জুনায়েদ সিদ্দিকী দারুণ শুরু করে ৪.৫ ওভারেই তুলে নেন ৪০ রান। রাজশাহীর দুই স্পিনার আরাফাত সানি ও মেহেদী হাসান মিরাজকে ভালভাবেই সামলেছেন তারা। কিন্তু দুই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার ইসুরু উদানা বোলিং আক্রমণে আসতেই পরিস্থিতি ছক উল্টে যায়। স্টারলিং মুস্তাফিজের দারুণ স্লোয়ারে ১৪ বলে ১ চার, ১ ছয়ে ১৬ রান করে বিদায় নেন ক্যাচ দিয়ে। পরের ওভারেই জুনায়েদ ১৮ বলে ৪ চারে ২৩ রান করে উদানার শিকার হন। এরপরই বিপর্যয় নামে খুলনার ইনিংসে। নিয়মিত আসা-যাওয়ার মধ্যে থাকা ব্যাটসম্যানদের কাতারে ছিলেন না ইংলিশ তারকা ডেভিড মালান। দারুণ শুরুর পরও তাই শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রানের মামুলি সংগ্রহ পায় খুলনা। মালান ১৮ বলে ১ চার, ১ ছয়ে ২২ রান করেন। উদানা ৪ ওভারে ১৫ রানে ৩টি এবং মুস্তাফিজ ৪ ওভারে ১৮ রানে ২টি উইকেট তুলে নিয়ে ধসিয়ে দেন খুলনার ইনিংস। মাত্র ১১৮ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভাল হয়নি রাজশাহীরও। ইনিংসের দ্বিতীয় ওভারেই পাক ওপেনার মোহাম্মদ হাফিজকে (৬) শিকার করেন খুলনার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। শুরুর ধাক্কা সামলাতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে অধিনায়ক মিরাজ নিজেই ওয়ানডাউনে নেমে দ্রুতবেগে রান তোলেন। মুমিনুলের সঙ্গে ৭৮ বলে ৮৯ রানের জুটি গড়েন তিনি। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪৭ ও ১০ ওভারে ৭১ রান ওঠে ১ উইকেট হারিয়ে। তাতেই জয় সহজ হয়ে যায় রাজশাহীর। মুমিনুল ৪৩ বলে ৪ চারে ৪৪ রান করে সাজঘরে ফেরেন। তবে যে কোন পর্যায়ের টি২০ ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকান মিরাজ। তিনি ৪৫ বলে ৬ চার, ১ ছক্কায় আফগান লেগস্পিনার জহির খানের বলে বোল্ড হয়ে যান ৫১ রানে। এটি চলতি বিপিএলে কোন দেশী ব্যাটসম্যানের প্রথম অর্ধশতক। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখে সৌম্যর চারে ৩ উইকেটে ১১৮ রান তুলে জয় পায় রাজশাহী। স্কোর ॥ খুলনা টাইটান্স ইনিংস- ১১৭/৯; ২০ ওভার (স্টারলিং ১৬, জুনায়েদ ২৩, জহুরুল ১, রিয়াদ ১১, মালান ২২, আরিফুল ১২, উইজ ১৪, তাইজুল ৮, শরীফুল ১, শুভাশীষ ০; উদানা ৩/১৫, মুস্তাফিজ ২/১৮, সৌম্য ১/৬, সানি ১/১৯, কায়েস ১/২৪)। রাজশাহী কিংস ইনিংস- ১১৮/৩; ১৮.৫ ওভার (হাফিজ ৬, মুমিনুল ৪৪, মিরাজ ৫১, সৌম্য ১১*, ইভান্স ১*; স্টারলিং ১/৯, জহির ১/১৮, তাইজুল ১/২২)। ফল ॥ রাজশাহী কিংস ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ইসুরু উদানা (রাজশাহী কিংস)।
×