ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিষিদ্ধ ডুপ্লেসিস অধিনায়ক এলগার

প্রকাশিত: ০৭:১০, ১০ জানুয়ারি ২০১৯

নিষিদ্ধ ডুপ্লেসিস অধিনায়ক এলগার

স্পোর্টস রিপোর্টার ॥ সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব দেবেন ডিন এলগার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নিষিদ্ধ হওয়ায় শনিবার শুরু হতে যাওয়া এ ম্যাচে অংশ নিতে পারছেন না প্রোটিয়া দলের নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস। নিউজিল্যান্ডসে জয় পাওয়া দ্বিতীয় ম্যাচে মন্থর গতির বোলিংয়ের দায়ে ডুপ্লেসিসকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে আইসিসি। প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ডুপ্লেসিসের অবর্তমানে এর আগে একটি টেস্টে প্রোটিয়া দলের নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে এলগারের। স্ত্রীর সন্তান জন্মের সময় ফ্যাফ দেশে চলে আসায় ২০১৭ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা দল নির্বাচন কমিটির আহ্বায়ক লিন্ডা জোন্ডি বলেন, ‘আমাদের দলের নেতৃত্ব পুলের উন্নতির কৌশল হিসেবে এলগারকে অস্থায়ী অধিনায়ক করা হয়েছে। ওয়ানডে ক্রিকেটে ইতোপূর্বে আমরা এইডেন মার্করাম এবং কুইন্টন ডি কককে অধিনায়ক করেছি এবং ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ডিন দলের নেতৃত্ব দিয়েছিল।’ এছাড়া নির্বাচকরা ইনজুরিতে থাকা মার্করামের জায়গায় স্ট্যান্ড বাই হিসেবে কেপ কোবরাসের ওপেনিং ব্যাটসম্যান পিটার মালানকে দলে ডেকেছেন। নিউজিল্যান্ডস টেস্টে ফিল্ডিং করার সময় ডান উরুর ইনজুরিতে পড়েন মার্করাম। চলতি বছর প্রথম শ্রেণীর ঘরোয়া মৌসুমে ৫২.৪১ গড়ে ৬২৯ রান করেন ২৯ বছর বয়সী মালান। এ সময় ৭টি সেঞ্চুরিসহ তিনি মোট এক হাজার সাত শ’র বেশি রান করেছেন। ডুপ্লেসিসের না থাকা কিংবা অধিনায়ক পরিবর্তন নিয়ে প্রোটিয়াদের বোধ হয় খুব বেশি ভাবতে হচ্ছে না। কারণ টানা দুই জয়ে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। মূলত ডেল স্টেইন, কাগিসো রাবাদা আর ডিন অলিভিয়েরের পেস আক্রমণের সামনেই তো রীতিমতো দিশেহারা সরফরাজ আহমেদের পাকিস্তান।
×