ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দর্শকদের প্রতি মুশফিকের আহ্বান

প্রকাশিত: ০৭:০৯, ১০ জানুয়ারি ২০১৯

দর্শকদের প্রতি মুশফিকের আহ্বান

স্পোর্টস রিপোর্টার ॥ ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে বরাবরের মতোই এবারও বসেছে তারকা ক্রিকেটারদের মেলা। সেই তালিকাকে এবার সমৃদ্ধ করেছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উপস্থিতি। কিন্তু শুরুর দিন থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শক খরা। ক্রিকেটের প্রাণ বলা হয়ে থাকে দর্শকদের, কিন্তু তারা এই বিপিএলে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে মাঠে বসে খেলা উপভোগ করছেন না। এর কারণ হিসেবে মুশফিকুর রহীম টিভিতে খেলা সম্প্রচার, মোবাইলে ঘরে বসে খেলা দেখার সুযোগকেই বড় মনে করছেন। তিনি দেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের আহ্বান জানিয়েছেন মাঠে এসে তারকা ক্রিকেটারদের খেলা উপভোগ করার। বিপিএলের শুরু থেকেই অধিকাংশ ম্যাচে বড় কোন স্কোর দেখা যায়নি। টি২০ ক্রিকেটের জন্য মিরপুরের উইকেট উপযুক্ত নয়Ñ বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য, এমনটাই বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। তবে বিশ্বব্যাপী টি২০ ক্রিকেটে ঝড়ো ব্যাটিংয়ে যারা পারদর্শী সেই বিদেশী তারকারা ঠিকই ভাল কিছু ইনিংস উপহার দিয়েছেন এমন উইকেটেও। কিন্তু ব্যর্থ হয়েছেন দেশীরা। এ বিষয়ে চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিক বলেন, ‘যারা জাতীয় দলের বাইরে আছে তাদের ভাল করাটা কঠিন। সারা বছর কিন্তু এই একটা টুর্নামেন্টই তারা খেলে। এমনকি অনুশীলন ম্যাচও খেলে না। তারা এসেই ক্লিক করাটা তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আমরা যারা জাতীয় দলে খেলি আমাদের সঙ্গে তুলনা করলে তো বটেই, আমরা সারা বছরই তিনটা ফরমেটে খেলি। এমনকি বাংলাদেশেও খেলি। আমাদের জন্য তুলনামূলক সহজ।’ বিশ্বে যেসব টি২০ খেলা হয়, অনেক রান হয়। আমাদের এখানে একটু ভিন্ন। আমাদের মানিয়ে নেয়ার সামর্থ্য আরও বাড়ানো উচিত। সে অনুযায়ী যদি খেলতে পারি তাহলে এই স্কোরগুলো আরও বড় হতো। সেটা হলে দর্শকরাও আরও ভাল ম্যাচ দেখতে পারবে।’ ম্যাচে টি২০ মেজাজ না থাকা ও দেশের ক্রিকেটারদের ব্যর্থতাই হয়তো মাঠে দর্শক উপস্থিতির ক্ষেত্রে ভাটা ফেলেছে। তবে মুশফিক বলেন, ‘ফাঁকা গ্যালারি তো থাকবেই। আপনারা এখন মোবাইলে লাইভ দেখতে পারেন, বাসায় বসে বসে আরামে দেখতে পারেন। যখন বাইরে কাজ করে তখন টিভিতে দেখে বা মোবাইলে দেখে। এই কারণেও হতে পারে। আগে আবাহনী-মোহামেডানের খেলা হতো লীগের খেলা যদি দেখেন তা তো কোথাও দেখার সুযোগ থাকত না তখন অনেক দর্শক হতো।’ কিন্তু দর্শকদের মাঠে আসার আহ্বান জানালেন মুশফিক। কারণ হিসেবে তিনি বলেন, ‘সারা বছর আন্তর্জাতিক খেলা এত হয় যে, সবাই ভাবে এখন একটু বিশ্রাম নেই, আন্তর্জাতিক খেলা হলে দেখব। আমি দর্শকদের উদ্দেশে এটাই বলব এত বড় বড় খেলোয়াড় আসছে- স্মিথ, ওয়ার্নার, রাসেল, গেইল, পোলার্ড, আফ্রিদি, তাদের খেলা যদি মাঠে বসে না দেখেন তাইলে আর কোথায় দেখবেন?’
×