ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিডনিতে মুগুরুজার জয়

প্রকাশিত: ০৭:০৮, ১০ জানুয়ারি ২০১৯

সিডনিতে মুগুরুজার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে জয়ের দেখা পেয়েছেন এ্যাঞ্জেলিক কারবার, গারবিন মুগুরুজা এবং স্লোয়ানে স্টিফেন্সের মতো তারকা খেলোয়াড়রা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবার দ্বিতীয়পর্বের ম্যাচে ৭-৬ (৭/৩) এবং ৬-২ গেমে কঠিন লড়াইয়ের পর পরাজিত করেন ইতালির ক্যামিলা জিওর্জিকে। আমেরিকান তারকা স্লোয়ানে স্টিফেন্স অবশ্য হারতে হারতে বেঁচে যান। এদিন তিনি ০-৬, ৭-৬ (৭/৩) এবং ৭-৬ (৭/৩) গেমে জয় পান একাটেরিনা আলেক্সান্দ্রোভার বিপক্ষে। আরেক ম্যাচে স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজা তার নতুন মৌসুমের প্রথম ম্যাচে ৬-৩ এবং ৬-৪ গেমে রীতিমতো উড়িয়েই দেন স্বদেশী কার্লা সুয়ারেজ নাভারোকে। কিন্তু হোঁচট খেলেন সিমোনা হ্যালেপ। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার খেলোয়াড়। অস্ট্রেলিয়ার এ্যাশলে বার্টি বুধবার তাকে ৬-৪ এবং ৬-৪ গেমে হারান সিমোনা হ্যালেপকে। গত মৌসুমের শুরুতেই আলো ছড়িয়েছিলেন এ্যাঞ্জেলিক কারবার। অস্ট্রেলিয়ান ওপেনের আগে সিডনির শিরোপা জিতে নেন তিনি। এবারও তার লক্ষ্য শিরোপা ধরে রাখা। কিন্তু সেই পথের যাত্রাটা মোটেও শুভ হয়নি তার। কেননা দ্বিতীয়পর্বের ম্যাচের প্রথম সেটেই যে বড় এক ধাক্কা খান তিনি। তাকে কঠিন এক পরীক্ষার মুখে ফেলে দেন ইতালির ক্যামিলা জিওর্জি। তবে শেষের হাসিটা কারবারই হেসেছেন। এমন জয়ের পর তাই সন্তুষ্ট জার্মান তারকা। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ক্যামিলার বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। বিশেষ করে তার বলে হিট করার শক্তি অনেক বেশি। তার দ্বিতীয় সার্ভই আপনার কাছে মনে হবে প্রথম সার্ভ।’ কারবার এ সময় আরও বলেন, ‘যে কোন টুর্নামেন্টেরই প্রথম ম্যাচ খেলাটা খুব কঠিন কাজ। তাই তৃতীয় রাউন্ডের টিকেট কেটে আমি খুব খুশি। আশাকরি ব্যাক টু ব্যাক শিরোপা জিততে পারব আমি। যদিওবা সেটা এখনও অনেক দূরের পথ।’ এদিকে স্লোয়ানে স্টিফেন্সের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন একাটেরিনা আলেক্সান্দ্রোভা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে যার অবস্থান ৭২তম। তবে কোর্টের লড়াইয়ে অবশ্য দুর্দান্ত শুরু করেন তিনি। স্টিফেন্সকে প্রথম সেটে উড়িয়ে দেন আলেক্সান্দ্রোভা। ৬-০ গেমে জিতে দ্বিতীয় সেটেও দেখা যায় তার দাপট। কিন্তু শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ান স্লোয়ানে স্টিফেন্স। তবে তৃতীয় সেটেও চলে দুই তারকার হাড্ডাহাড্ডি লড়াই। এই লড়াইয়েও হার মেনে যান তরুণ প্রতিভাবান খেলোয়াড় আলেক্সান্দ্রোভা। তবে এই ঘাম জড়ানো জয়ের পর সন্তুষ্ট স্টিফেন্স। ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এটা বলার অপেক্ষা রাখে না যে, কোর্টে দুর্দান্ত পারফর্ম করেছে সে। আসলে মাঝে মাঝে আপনি যখন এ রকম খেলোয়াড়ের বিপক্ষে খেলবেন তখন আপনার কিছুই করার থাকবে না।’ সিডনিতে জয়ের দেখা পেয়েছেন পেত্রা কেভিতোভাও। চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা এদিন পরাজিত করেন দুর্দান্ত ফর্মে থাকা বেলারুশের এরিনা সাবালেঙ্কাকে। এদিন তিনি ৬-১ এবং ৭-৫ গেমে পরাজিত করেন দুর্দান্ত ফর্মে থাকা বেলারুশ তারকাকে। সেই সঙ্গে ইউএস ওপেনে হারার প্রতিশোধটাও নিয়ে নিলেন দারুণভাবে। দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন কেভিতোভার এখন আর সেই ফর্ম নেই। যদিওবা স্বরূপে ফেরার সবধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে সাবালেঙ্কার গত মৌসুমটা ছিল দুর্দান্ত। বছর জুড়েই অসাধারণ পারফর্ম করেছেন তিনি। যার পুরস্কার হিসেবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১১ নম্বরে উঠে আসেন সাবালেঙ্কা। শুধু তাই নয়, নতুন বছরের শুরুটাও বেশ চমকপ্রদ করেন এই বেলারুশ তারকা। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে শেনঝেন ওপেনের শিরোপা জিতেই নতুন মৌসুমের মিশন শুরু করেন। কিন্তু দুর্ভাগ্য তার, সিডনির শুরুতেই পরাজয়বরণ করে নিতে হলো এরিনা সাবালেঙ্কাকে।
×