ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

একসঙ্গে চার সন্তান প্রসব

প্রকাশিত: ০৬:৫৫, ১০ জানুয়ারি ২০১৯

একসঙ্গে চার সন্তান প্রসব

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ একই সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন নাজনিন নাহার নামে এক গৃহবধূ। মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর একটি বেসরকারী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানদের জন্ম দেন তিনি। চার সন্তানের মধ্যে দুটি ছেলে এবং দুটি মেয়ে। নাজনিন নাহার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙার মামুনুর রশিদের স্ত্রী। তিনি জানান, সোমবার তার স্ত্রী নাজনিন নাহারকে মহানগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার বিকেল থেকে গাইনি চিকিৎসক ফাতেমা সিদ্দিকা ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন। মামুনুর রশিদ স্থানীয় একটি অটো রাইস মিলে চাকরি করেন। জন্মের সময় ছেলেশিশু দুটির ওজন আড়াই পাউন্ড ও মেয়ে শিশু দুটির ওজন ২ পাউন্ড। মৃত ব্যক্তিকে দেখতে গিয়ে মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৯ জানুয়ারি ॥ বড়াইগ্রামে শ্যামলী গমেজ নামে ব্রতীয় এক সিস্টারের মৃত ব্যক্তির মরদেহ দেখতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নরু কস্তা (৬০) নামে অপর এক ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া খ্রীস্টানপল্লীতে এই ঘটনা ঘটে। নরু পাশর্^বর্তী কালিকাপুর এলাকার তিমথি কস্তার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্যামলী গমেজ রাজশাহী মেডিক্যাল কলেজে মারা গেলে সন্ধ্যা ৭টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রীস্টান পল্লীতে তার নিজ বাড়িতে আনা হয়। এসময় তাকে দেখতে এসে যান নরু। এসময় শ্যামলী গমেজের মৃতদেহ দেখার পরে উঠে দাঁড়ানোর সময় আকস্মিক মাটিতে লুটিয়ে পড়ে যান এবং তাৎক্ষণিক মৃত্যুর কোলে ঢলে পড়েন।
×