ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রূপগঞ্জ পশ্চিম সাবরেজিস্ট্রারের অপসারণ দাবি

প্রকাশিত: ০৬:৫৫, ১০ জানুয়ারি ২০১৯

রূপগঞ্জ পশ্চিম সাবরেজিস্ট্রারের অপসারণ দাবি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ জানুয়ারি ॥ ঘুষ নেয়া ও দুর্নীতি বন্ধ ও রূপগঞ্জ পশ্চিম সাবরেজিস্ট্রারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী লোকজনসহ এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় বক্তব্যে রাখেন, দড়িকান্দি এলাকার ভুক্তভোগী নুরু মিয়া, হাটাবোর এলাকার আবুল হোসেন, আনোয়ার হোসেন, গোয়ালপাড়ার রফিকুল ইসলাম, বাগবেড় এলাকার শুক্কুর আলী, আব্দুর রহমান, আমিনুল, নগড়পাড়া এলাকার আনোয়ার হোসেনসহ আরও অনেকে। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, রূপগঞ্জ পশ্চিম সাবরেজিস্ট্রার শহিদুল ইসলাম যোগদান করার পর থেকেই ঘুষ বাণিজ্য শুরু করে দেন। ঘুষ দিলে দলিল সম্পাদনা হয় আর না দিলে বিভিন্ন মারপেচ দিয়ে সম্পাদনা বন্ধ রাখা হয়। বিশেষ করে পাওয়ার অব এ্যাটর্নি দলিলে কোন ফি না নেয়ার নিয়ম থাকলেও এক্ষেত্রে দলিল প্রতি ঘুষ দিতে হয় ১৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা। হেবা ঘোষণা দলিল ফি-বিহীন করার বিধান থাকলেও সাবরেজিস্ট্রারকে দিতে হয়। চট্টগ্রামে গণপিটুনিতে নিহতের ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পাহাড়তলী বাজারে গত সোমবার গণপিটুনিতে মোঃ মহিউদ্দিন সোহেল নিহত হওয়ার ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকা- দাবি করে পরিবারের পক্ষে তার ভাই সুনির্দিষ্ট ২৭ জন আসামি করে মঙ্গলবার রাতে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া এ ঘটনায় অজ্ঞাতনামা অনেকে যুক্ত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলা গ্রহণের পর থানার ওসি (তদন্ত) জহির হোসেন ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। পুলিশ জানায়, এ মামলায় এলাকার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ ছাবের সওদাগর ও ওসমান গংকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহত মহিউদ্দিন সোহেলের ভাই শাকিরুল ইসলাম শিশির। এজাহারে তিনি উল্লেখ করেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকা-, তার ভাই সোহেল চাঁদাবাজ ছিলেন না। বরঞ্চ পাহাড়তলী বাজারজুড়ে চাঁদাবাজিসহ অন্য সকল অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকা-ের নেপথ্যের নায়ক হিসেবে আলহাজ ছাবের সওদাগর ও বিএনপি নেতা মাহবুবকে অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ছাবের সওদাগর এলাকার নির্বাচিত কাউন্সিলর।
×