ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে আটক এক

প্রকাশিত: ০৬:৫৪, ১০ জানুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে আটক এক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও মানহানিকর ছবি প্রকাশের অভিযোগে চট্টগ্রামে একজনকে আটক করেছে র‌্যাব। আটক তোফাজ্জল হোসেন হেলাল ভোলা জেলার দৌলতখানের নাজির আহমেদের পুত্র। বুধবার ভোরে নগরীর চান্দগাঁও থানার বলিরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। বগুড়া স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে ভিত্তিহীন আপত্তিকর ও বিদ্বেষমূলক স্ট্যাস্টস দেয়ায় র‌্যাব বুধবার ভোরে শহরের নারুলী এলাকা থেকে আল বেরুনী পুস্কিন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এসব স্ট্যাটাসে সে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছিলো বলে র‌্যাব জানায়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তার কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, ফেসবুকে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে আখলাকুজ্জামান আনসারী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর হেতেমখাঁর ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। আখলাকুজ্জামান আনসারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুরের কাজী মোহাম্মদ আবু সাইদের ছেলে। বুধবার দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে র‌্যাব। র‌্যাবের ভাষ্য, আখলাকুজ্জামান আনসারী মুঠোফোন থেকে সরকার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে ফেসবুকে অপপ্রচার করছিলেন।
×