ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিতাকে মারধরের প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:৫৪, ১০ জানুয়ারি ২০১৯

পিতাকে মারধরের প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৯ জানুয়ারি ॥ পিতাকে মারধরের প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম ইমতিয়াজ বাদশাহ ওই এলাকার সোহরাব মৃধার ছেলে। বাদশা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক পক্ষ-বিপক্ষ নিয়ে ওই এলাকার মহসিনের সঙ্গে নিহত বাদশাহর পিতা সোহরাব মৃধার তর্ক হয়। একপর্যায় মহসিন ও তার সহযোগীরা সোহরাব মৃধাকে মারধর করে। এতে বাদশা প্রতিবাদ করলে তার সঙ্গে মহসিনদের শত্রুতা শুরু হয়। এর জের ধরে মহসিনের নেতৃত্বে তার সহযোগী আল-আমিন গাজী, জাকারিয়া, মহসিন সর্দার, তার দুই ছেলে রাকিব ও সাবু পরিকল্পিতভাবে মঙ্গলবার রাতে বাদশাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত বাদশাহকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহীতে সড়কে ঝরল চালক ও ব্যবসায়ীর প্রাণ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার সকালে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বানেশ্বর ও বেলপুকুর থানার পোল্লাপুকুর এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের কুতুব আলী (৩২) ও বেলপুকুর থানার চরকাপাশিয়া গ্রামের ওমর আলী (৩৭)। পুলিশ জানায়, সকালে বানেশ্বর কলাহাটায় বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক কুতুব আলী নিহত হন। এছাড়া পোল্লাপুকুর এলাকায় একটি ট্রাক বিপরীতমুখী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই পান ব্যবসায়ী ওমর আলী নিহত হন। সিলেটে যাত্রী স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, গোলাপগঞ্জের বাস ও অটোরিক্সার সংঘর্ষে এক যাত্রী নিহত ও অটোরিক্সা চালকসহ ৪ যাত্রী আহত হয়েছেন। বুধবার বিকেল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মইনুল ইসলাম (৪০) জকিগঞ্জ উপজেলার শাহবাজপুর মুহিতপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
×