ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে পিতা হত্যার বিচার দাবি মেয়ের

প্রকাশিত: ০৬:৫৩, ১০ জানুয়ারি ২০১৯

বরিশালে পিতা হত্যার বিচার দাবি মেয়ের

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর ২৩নং ওয়ার্ড সাগরদী এলাকার বাসিন্দা সরকারী দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারের কর্মচারী দুলাল সিকদারকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে বুধবার সকালে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা। এ সময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিহতের কন্যা দোলা সিকদার লিখিত বক্তব্যে বলেন, ২০১৮ সালের ২২ নবেম্বর বিকেল পাঁচটার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমার বাবাকে ২০/২৫ জন মাদক ব্যবসায়ী কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আমার মা ওইদিন রাতেই ২২ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলের পার্শ্ববর্তী দুটি বাড়ির সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে হত্যাকা-ের সম্পূর্ণ ভিডিও জব্দ করেন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকে তাদের বাড়ির পার্শ্ববর্তী আকিল ও মুয়াজের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে ওই বিরোধের জেরে তার বাবাকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে বিলম্ব করার অভিযোগ করে দোলা সিকদার বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে আমাদের বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে। অনতিবিলম্বে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের পরিবারের অসহায় সদস্যরা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী রহিমা আক্তার, পুত্র নোবেল সিকদার, তার চাচাত ভাই মাহাতাব সিকদার ও রাকিব হোসেন সিকদার।
×