ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রথম বর্ষ স্নাতক ভর্তির মেধা তালিকা প্রকাশ আজ

প্রকাশিত: ০৬:৫৩, ১০ জানুয়ারি ২০১৯

প্রথম বর্ষ স্নাতক ভর্তির মেধা তালিকা প্রকাশ আজ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা ১০ জানুয়ারি প্রকাশ করা হবে। উক্ত ফল ঝগঝ এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে- (nuathproll no. লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং রাত ৯টায় ওয়েবসাইট ww(w.nu.ac.bd/admissions) থেকে ফল পাওয়া যাবে। মাস্টার্স প্রফেশনাল কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স(প্রফেশনাল) কোর্সে বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএড/এমএসএড/এমপিএড/এলএলবি শেষবর্ষ ভর্তি কার্যক্রমে অনলাইন রিলিজ স্লিপের আবেদন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এবং তা চলবে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। যেসব প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে- সেসব প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এ ছাড়াও ২য় পর্যায়ে নতুন আবেদনকারী প্রার্থীদেরও মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে হবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট ww(w.nu.ac.bd/admission) থেকে জানা যাবে।
×