ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভূমিহীন ৪০ পরিবার ১৫ বছর অন্ধকারে

প্রকাশিত: ০৬:৪৯, ১০ জানুয়ারি ২০১৯

ভূমিহীন ৪০ পরিবার ১৫ বছর অন্ধকারে

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৯ জানুয়ারি ॥ পীরগঞ্জ মছলন্দপুর হঠাৎপাড়া গ্রামে ভূমিহীন ৪০ পরিবার ১৫ বছর ধরে বিদ্যুত পায়নি। রাতে অনেক পরিবার অন্ধকারে বসবাস করছে। একদিকে সামাজিক নিরাপত্তার অভাব অপরদিকে তাদের ছেলে-মেয়েরা আলোর অভাবে সঠিকভাবে লেখাপড়া করতে পাড়ছে না। অসহায়, ভূমিহীন ও হতদরিদ্র এসব মানুষ দীর্ঘদিন ধরে সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। উপজেলায় প্রতি বছর অসংখ্য মানুষের বাড়িতে সরকারীভাবে সোলার দেয়া হলেও এসব মানুষের খোঁজ নিচ্ছে না প্রশাসন ও জনপ্রতিনিধিরা। ওই গ্রামের ভূমিহীন খাদেমুল ইসলাম, দান আলী, রোজিনা বেগম, সোহেল রানা জানান, আমরা দীর্ঘদিন ধরে পীরগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসে বিদ্যুতের জন্যে আবেদন ও যোগাযোগ করেছি কিন্তু কাজ হয়নি। দ্রুত এ গ্রামে বিদ্যুত সংযোগ দেয়া দরকার বলে সুশীল সমাজ ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম জানান। এ বিষয়ে পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শামীম খান জানান, ভূমিহীনদের বিদ্যুত সংযোগের বরাদ্দ ইউএনও অফিসে আসে। বরাদ্দ পেলে বিদ্যুত সংযোগ দেয়ার ব্যবস্থা দ্রুত নেয়া হবে।
×