ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে শীতজনিত রোগের প্রাদুর্ভাব

প্রকাশিত: ০৬:৪৮, ১০ জানুয়ারি ২০১৯

বাগেরহাটে শীতজনিত রোগের প্রাদুর্ভাব

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বুধবার দুপুর পর্যন্ত বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন দেড় শতাধিক রোগী। গত এক সপ্তাহে ঠা-াজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে শিশুসহ নয় শতাধিক রোগী ভর্তি হয়ে সেবা নিয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি। হাসপাতালে বেড সংকুলান না হওয়ায় রোগীদের ফ্লোরে জায়গা দিতে হচ্ছে। ভর্তি হওয়া রোগীকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। অধিকাংশ রোগীর ঠাণ্ডা লেগে শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এতে ভয় না পেয়ে বরং সাবধনতা অবলম্বন করতে রোগীদের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা বলছেন, ঠাণ্ডা লেগে শ্বাসকষ্ট, সর্দি, কাশি ও জ্বর হচ্ছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আমরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। এখন আমাদের রোগীরা সুস্থ আছেন। সদর উপজেলার ষাটগুম্বুজ ইউনিয়নের শ্রীঘাট গ্রামের শিউলী বেগম তার আট মাস বয়সী ছেলে ইরফান খানকে ভর্তি করেছেন। তিনি বলেন, ঠাণ্ডা লেগে আমার ছেলের শ^াসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করেছি। সাতক্ষীরায় শিশু হত্যাকারীর ফাঁসি দাবি স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ স্কুল পড়ুয়া শিশুকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের চেষ্টার ঘটনায় ঘাতক জয়প্রকাশ সরকারের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীটি পালিত হয়। সাতক্ষীরা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, অধ্যাপক আব্দুল হামিদ, মনিরুজ্জামান, নাগরিক কমিটির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবায়দুস সুলতান, হাফিজুর রহমান মাসুম, মাধব চন্দ্র দত্ত, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা জ্যোস্না দত্ত প্রমুখ। বক্তারা আশাশুনির গাবতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে তার লাশ গুম করার চেষ্টা ঘটনায় ঘাতক বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জয়প্রকাশ সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
×