ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্রিসে শরণার্থী শিবিরে শিশু ও গর্ভবতী নারীর মানবেতর জীবন

প্রকাশিত: ০৬:৪০, ১০ জানুয়ারি ২০১৯

গ্রিসে শরণার্থী শিবিরে শিশু ও গর্ভবতী নারীর মানবেতর জীবন

গ্রিসের শরণার্থী শিবিরে শত শত গর্ভবতী নারী, অসহায় শিশু ও নির্যাতনের শিকার ব্যক্তি পরিত্যক্ত অবস্থায় একসঙ্গে অবস্থান করছে বলে অক্সফাম এক প্রতিবেদনে জানিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট। ব্রিটেনভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান অক্সফামের প্রতিবেদনে খুঁজে পাওয়া গেছে যে, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেয়ার চারদিন পর মা ও শিশুদেরকে দ্রুতই লিসবরেন মোরিয়া শরণার্থী শিবিরে ফিরিয়ে নেয়া হয়েছে। তারা সেখানে তাঁবুতে মানবেতর জীবন-যাপন করছেন। তাদের সঙ্গে যারা রয়েছেন তারাও মানসিকভাবে খুবই বিপর্যস্ত। কেননা তাদের মধ্যে রয়েছেন, যৌন হয়রানির শিকার নারী ও অন্যান্য প্রতিকূল পরিস্থিতির শিকার ব্যক্তিরা। সেখানে নিয়মিত বিরতি দিয়ে মারামারির ঘটনা ঘটছে। প্রায় দুই-তৃতীয়াংশ শরণার্থীরা জানিয়েছে, তারা কখনই নিরাপদ বোধ করেন না। গ্রিসে অক্সফাম মিশনের প্রধান রেনাটা রেনডন বলেন, অরক্ষিত শরণার্থীদের অধিকাংশ প্রায়শই অতিরিক্ত লোক সমাগমের মুখোমুখি হয়। বছরের বেশির ভাগ সময় ধরে মোরিয়া ও অপর ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা গ্রিসের উপকূলগুলোতে তাদের ধারণ ক্ষমতার চেয়ে দিগুণ বেশি লোককে রাখতে বাধ্য করা হয়।
×