ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বন্্ধের দ্বিতীয় দিনেও উত্তেজনা, কয়েক বাম নেতা আটক

প্রকাশিত: ০৬:৩৯, ১০ জানুয়ারি ২০১৯

বন্্ধের দ্বিতীয় দিনেও উত্তেজনা, কয়েক বাম নেতা আটক

কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী আইনের প্রতিবাদে বাম শ্রমিক সংগঠনগুলোর ডাকা ৪৮ ঘণ্টা বন্ধের দ্বিতীয় দিন বুধবারেও ভারতের বিভিন্ন স্থানে মিছিল ও পুলিশের সঙ্গে ধস্তধস্তির ঘটনা ঘটেছে। ব্যাঙ্গালুরুসহ অনেক বড় বড় শহরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ব্যাংকিং, পরিবহন ও স্কুল সেবায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বুধবারে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে যাদবপুরে। অশান্তি ছড়ানোর অভিযোগে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীসহ কয়েকজন বাম নেতাকে আটক করেছে পুলিশ। তাদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। জি নিউজ। মঙ্গলবার বন্ধ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে। বন্ধের দ্বিতীয় দিনে অশান্তি এড়াতে ভোর থেকেই মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী। সকাল ৬টা থেকেই বহু সংখ্যক পুলিশকে যাদবপুর ৮বি স্ট্যান্ডে মোতায়েন করা হয়। কিন্তু সকালে ঘড়ির কাঁটা ঘুরতেই এদিনও যাদবপুর ৮বি-তে উত্তেজনার পারদ বাড়তে শুরু করে। সুজন চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল এসে পৌঁছায় যাদবপুর ৮বি-তে। মিছিল আটকায় পুলিশ। পুলিশ মিছিল আটকাতেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বাম কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় তাদের। রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন আন্দোলনকারীরা। আন্দোলনের জেরে যাদবপুর ৮বি-তে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। এরপরই অশান্তি ছড়ানোর অভিযোগে ফের আটক করা হয় সুজন চক্রবর্তীসহ আরও কয়েকজন বাম নেতাকে। তাদের আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবারও আটক করা হয়েছিল সুজন চক্রবর্তীকে। পরে নিঃশর্তে মুক্তি দেয়া হয়। তবে যাদবপুর ৮বি-তে অশান্তি ছড়ালেও, যাদবপুরে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
×