ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রায় আড়াই বছরই আমাদের এক ব্যক্তির সঙ্গে খেলতে হয়েছে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৬:১৩, ১০ জানুয়ারি ২০১৯

প্রায় আড়াই বছরই আমাদের এক ব্যক্তির সঙ্গে খেলতে হয়েছে ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে বলেছেন, বিগত পাঁচ বছর আমরা এক সঙ্গে কাজ করেছি। দুঃখের বিষয় এই পাঁচ বছরের প্রায় আড়াই বছরই আমাদের এক ব্যক্তির (সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা) সঙ্গে খেলতে হয়েছে। তিনি বলেন, এই ব্যক্তি বাংলাদেশের তিনটা অঙ্গের মধ্যে অহেতুক বা ব্যক্তিগত স্বার্থের জন্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিলেন। তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন এবং আমাদের বিশ^াসের শেষ আশ্রয়স্থল সুপ্রীমকোর্টকে দুনীতিগ্রস্ত করার ব্যাপারে ভূমিকা রেখেছিলেন। এটা ছিল অত্যন্ত দুঃখজনক। সৌভাগ্য যে আমরা তার রাহু থেকে মুক্ত হয়েছি। বুধবার সচিবালয়ে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতো বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হককে যে দিন চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল, সেদিন তিনি (এসকে সিনহা) বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণœ করে নিজের পজিশনকে কাজে লাগিয়ে মামলা করিয়েছিলেন। এরপর তার ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ আদেশের ওপর স্টে অর্ডার দেয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে চাইলে মানুষ যাতে বিচার পায়, বিচার যাতে বিলম্বিত না হয় সেটার একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। কারণ বিচার বিলম্বিত হলে জুডিসিয়ারি ধ্বংস হবে এবং জনগণের মধ্যে স্ট্রিট জাস্টিস ধারণা চলে আসবে। আমরা কেউ চাই না স্ট্রিট জাস্টিট। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার যে ভিশন তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সুশাসন। সুশান ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই বিচার বিভাগে সুশাসন নিশ্চিত করতে হবে। ৩৪ লাখ মামলার জট থেকে মুক্তির পথ খুঁজে বের করতে হবে। এই মামলার জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিকে (এডিআর) কার্যকর করতে হবে এবং এই পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
×