ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে ৩ রুটের রেল যোগাযোগ সচল

প্রকাশিত: ০৬:১৩, ১০ জানুয়ারি ২০১৯

৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে ৩ রুটের রেল যোগাযোগ সচল

জনকণ্ঠ ডেস্ক ॥ তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ সচল হয়েছে। নরসিংদীর ঘোড়াশালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হলে ঢাকার সঙ্গে এ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। নরসিংদীর সহকারী স্টেশন মাস্টার এটিএম মুসা জানান, মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটি ঘোড়াশাল স্টেশনে নিয়ে লাইনটি চালু করা হয়। পরে বিকাল ৩টার দিকে নতুন করে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আর ঢাকা থেকে ইঞ্জিন এনে বিকল ট্রেনটি সচল করা হবে বলে জানান তিনি। খবর ওয়েবসাইটের। কালনী ট্রেনের যাত্রী জহিরুল ইসলাম জানান, নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। পথিমধ্যে ঘোড়াশালে আসলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ে। ভোগান্তির ফলে অনেকেই বাসে করে ঢাকা যাচ্ছেন। জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে নরসিংদীর ঘোড়াশালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকাগামী চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সহকারী স্টেশন মাস্টার এটিএম মুসা জানান, ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী থেকে দুপুর একটার দিকে ঢাকার দিকে ছেড়ে যায়। ট্রেনটি পলাশ উপজেলার টান ঘোড়াশাল ও ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনের মাঝামাঝি স্থানে আসলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সকল ট্রেনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
×