ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিপুল বিজয় যেন কাউকে বেপরোয়া না করে ॥ ওমর ফারুক

প্রকাশিত: ০৬:১০, ১০ জানুয়ারি ২০১৯

বিপুল বিজয় যেন কাউকে বেপরোয়া না করে ॥ ওমর ফারুক

বিশেষ প্রতিনিধি ॥ বিপুল বিজয় যেন কোনভাবেই কাউকে বেপরোয়া করে তুলতে না পারে সে ব্যাপারে সংগঠনের নেতাকর্মীকে সতর্ক করে দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। নেতাকর্মীকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা যারা নেতাকর্মী ও সমর্থক আছি তারা যেন নিজেদের আখের গোছাতে গিয়ে দলকে বিপদে না ফেলি, নেত্রীর (শেখ হাসিনা) সুনামহানি যেন না ঘটে। বুধবার বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী আরও বলেন, বিশাল বিজয়, বিরাট চ্যালেঞ্জ, ভরসা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। বর্তমান সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ। কিন্তু সরকারের সামনে বড় সম্পদ হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন নিছক একজন দলীয় প্রধান নন, তিনি একাধারে সরকারপ্রধান এবং বিশ্ব দরবারে তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। বিএনপির সমালোচনা করে যুবলীগ চেয়ারম্যান বলেন, গত নির্বাচনে না এসে বিএনপি যেমন ভুল করেছে, এবার নির্বাচনে এসে নির্বাচনী প্রক্রিয়া ভ-ুল করার চেষ্টা করেছে। পোস্টার নেই, গণসংযোগ নেই, শুধু তারা মনোনয়ন বাণিজ্য করে গেল। এমনকি বিএনপি এজেন্ট না দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করেছে। তাই আমাদের ইতিবাচক ধারণা নিয়ে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে। নির্বাচনউত্তর অপপ্রচারের জন্য আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে। গণরায়কে সম্মান করতে হবে। আগামী ১৯ জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ভূমিধস বিজয়ে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতেই এই বর্ধিত সভার আয়োজন করা হয়। ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সভাপতি মাইনুল হোসেন নিখিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ নগর নেতারা।
×