ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন নারী ও তার শিশুর দায়িত্ব নিল পুলিশ

প্রকাশিত: ০৬:০০, ১০ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন নারী ও তার শিশুর দায়িত্ব নিল পুলিশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সুস্থ আছে নালা থেকে কুড়িয়ে তোলা সেই নবজাতক শিশু ও তার মানসিক ভারসাম্যহীন মা। চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন এ শিশুর দায়িত্ব নিয়েছেন পুলিশের এক এসআই। বুধবার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মা-শিশু দুজনই বিপদমুক্ত। আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘরের আশপাশে ঘুরে বেড়াতেন রোজিনা বেগম নামের এক মানসিক ভারসাম্যহীন নারী। ঘুরে ফিরে ওই এলাকাতেই থাকতেন তিনি। গত ৭ জানুয়ারি সন্ধ্যায় সন্তান প্রসব করেন রোজিনা। মা ছিলেন ফুটপাথে আর সন্তান গড়িয়ে পড়ে নালায়। মা-শিশুর বন্ধন সেই নাড়িও কাটা হয়নি। কনকনে ঠা-ায় কাতরাচ্ছিল তারা। কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে ছুটে আসেন দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম মাসুদুর রহমান। তিনি নালা থেকে তুলে নেন সদ্যজাত শিশুকে। উদ্ধার করেন মাকে। দু’জনকে নিয়ে যান আগ্রাবাদে অবস্থিত মা ও শিশু হাসপাতালে। পুলিশের আচরণ নিয়ে যখন দেশব্যাপী এত সমালোচনা ঠিক তখনই এমন একটি মানবিক কাজে এগিয়ে এলেন এক পুলিশ সদস্য। চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের চিকিৎসকরা জানান, মা-শিশু দুজনই সুস্থ আছে। তাদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর দেখভালের দায়িত্ব নিয়েছেন পুলিশের সেই এসআই এসএম মাসুদুর রহমান। তিনি নিজের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সময়মতো দেখভাল করছেন মানসিক প্রতিবন্ধী এই নারী ও শিশুটিকে।
×