ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষকের অশ্লীল ছবি তুলে প্রতারণার চেষ্টা ॥ দুই কনস্টেবল ক্লোজড

প্রকাশিত: ০৫:৫৮, ১০ জানুয়ারি ২০১৯

শিক্ষকের অশ্লীল ছবি তুলে প্রতারণার চেষ্টা ॥ দুই কনস্টেবল ক্লোজড

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৯ জানুয়ারি ॥ ডিবি পুলিশ পরিচয়ে নজির হোসেন নামের একজন স্কুলশিক্ষককে আটক করে এক নারীর সঙ্গে অশ্লীল ছবি তুলে ২০ লাখ টাকা দাবি করার অভিযোগে পুলিশের দুই কনস্টেবলকে জামালপুর পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জেলার মেলান্দহ উপজেলার চরপলিশা জাহানারা লতিফ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজির হোসেন এ ঘটনার বিচার চেয়ে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। ক্লোজড দুই কনস্টেবল হলেন- নকিব ও আনোয়ার হোসেন। জবির ১১ শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ৩ পুলিশ ক্লোজড ॥ জবি সংবাদদাতা জানান, দেহ তল্লাশির সূত্র ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১ শিক্ষার্থীকে থানায় আটক করে নির্য়াতনের ঘটনায় তিন পুলিশ সদস্যকে ক্লোজড করেছে ওয়ারি জোন। এ ব্যাপারে জোনের এডিসি নুরুল আমিনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাত ১টায় ওয়ারি থানার এএস আই নজরুল ইসলাম ও তার টিমের নেতৃত্বে এ নির্যাতন চালানো হয়। পরে সকাল ৭টায় তাদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সদরঘাট-গুলিস্তান সড়কের রায়সাহেব বাজার চার রাস্তার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার সঙ্গে জড়িত তিন পুলিশ সদস্যকে কেøাজড করেন ওয়ারি জোনের ডিসি মোহাম্মদ ফরিদ উদ্দিন। একই সঙ্গে ঘটনা তদন্তের জন্য এডিসি নুরুল আমিনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষার্থীরা উপাচার্য বরাবর লিখিত আবেদন করেন।
×