ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার ভুয়া জন্মদিন পালন ও মানহানির দুই মামলায় চার্জ গঠন শুনানি ৩ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৫:৫৮, ১০ জানুয়ারি ২০১৯

খালেদার ভুয়া জন্মদিন পালন ও মানহানির দুই মামলায় চার্জ গঠন শুনানি ৩ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার মানহানির দুই মামলায় চার্জ গঠনের শুনানির তারিখ আগামী ৩ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে জাতীয় মানবাধিকার কমিশনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃপক্ষসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার হাইকোর্ট ও বিচারিক আদালত এ আদেশগুলো প্রদান করেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার মানহানির দুই মামলায় চার্জ গঠনের শুনানির তারিখ আগামী ৩ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন। পুরান ঢাকার বকশি বাজারে অস্থায়ী আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। খালেদা জিয়ার এই দুই মামলায় গত ৩১ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান। অন্য মামলায় তিনি কারাগারে রয়েছেন জানিয়ে চার্জ শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার। একই সঙ্গে তিনি খালেদা জিয়াকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৩ ফেব্রুয়ারি চার্জ শুনানির নতুন দিন ঠিক করেন। তবে প্রোডাকশন ওয়ারেন্টের বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। খালেদা জিয়ার আরেক আইনজীবী জিয়া উদ্দিন জিয়া এ তথ্য জানান।
×