ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হীরকখচিত লিপ আর্ট

প্রকাশিত: ০৫:৫৭, ১০ জানুয়ারি ২০১৯

হীরকখচিত লিপ আর্ট

নারীরা ঠোঁট সাজাতে কত কিছুই তো ব্যবহার করেন। কিন্তু হীরে দিয়ে ঠোঁট সাজানোর কথা কখনও ভেবেছেন কী? সম্প্রতি সেই রকম একটি ঘটনা ঘটেছে। মহামূল্যবান হীরকখচিত একটি লিপ আর্টই চমকে দিয়েছে সকলকে। আর এর থেকেও বেশি চমকে দিয়ে তার দাম সব থেকে বেশি দামী লিপ-আর্টের রেকর্ড গড়ে ঢুকে পড়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায়। প্রায় ১২৬ খ- মহামূল্যবান হীরে দিয়ে করা হয়েছে সেই লিপ আর্ট। হীরেগুলো অস্ট্রেলিয়ার রোজেনড্রফ ডায়মন্ডস বলে একটি হীরে বিক্রেতা সংস্থার সরবরাহ করা বলে জানা গিয়েছে। একত্রে হীরেগুলোর দাম প্রায় ৩.৭৮ কোটি রুপী বলে জানা গেছে। শার্লি অক্টাভিয়া নামের একজন মডেলের ঠোঁটে প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট ধরে হীরেগুলো বসিয়ে এই লিপ আর্ট সম্পূর্ণ করেন মেক আর্টিস্ট ভলাদা হ্যাগেরটি। এটি তাদের বহুদিনের গবেষণা ও পরিশ্রমের ফসল বলে জানিয়েছেন তারা। এই কাজে প্রায় ২২. ৯২ ক্যারেট ওজনের হীরে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। -আনন্দবাজার পত্রিকা।
×