ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনে পরাজিতদের নতুন কিছু করার আছে বলে বিশ্বাস করে না কেউ ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৬, ১০ জানুয়ারি ২০১৯

নির্বাচনে পরাজিতদের নতুন কিছু করার আছে বলে বিশ্বাস করে না কেউ ॥ কাদের

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দল কি করবে তা জানি না। তবে যারা আন্দোলনে পরাজিত, নির্বাচনেও পরাজিত তাদের নতুন কিছু করার আছে বলে কেউ বিশ্বাস করবে না। এমনকি বাংলাদেশের জনগণও বিশ্বাস করে না, আমরাও করি না। বুধবার সকালে লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাট হয়ে বর্তমান সরকারের নতুন মন্ত্রিপরিষদের সব সদ্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাওয়ার পথে ৩নং রোরো ফেরিঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময়ে তিনি আরও বলেন, বিরোধী দল দশ বছরে দশ মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি, তারা এখন কি করবে? তারা যদি রাজনৈতিক ভাবে আন্দোলন করে, তবে আমরা তা রাজনৈতিকভাবে সমোচিত জবাব দেব। এদিকে মন্ত্রিপরিষদের আগমন উপলক্ষে ঘাট এলাকায় নেয়া হয় ব্যাপক নিরাপত্তা। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, লৌহজং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক গোলাম সারোয়ার কবীর প্রমুখ। মন্ত্রিসভা সদস্যদের পুষ্পার্ঘ্য ॥ সকাল ৯টার দিকে দেশের চতুর্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের গাড়ি বহরটি যখন শিমুলিয়া ঘাটে এসে পৌঁছে তখন ফুলে ফুলে শিক্ত হন মন্ত্রিসভার সব সদস্যরা। তাদের ফুল দিয়ে বরণ করেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোঃ ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকাদর, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক গোলাম সারোয়ার কবীর, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মুর্তুজা খানসহ স্থানীয় অসংখ্য নেতাকর্মী। মন্ত্রিপরিষদের সদস্যরা ফুলেল শুভেচ্ছায় অবিভূত হন। ফেরিত উঠে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন।
×