ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবারই প্রথম মন্ত্রীদের পিএস নিয়োগ দিল সরকার

প্রকাশিত: ০৫:৫৫, ১০ জানুয়ারি ২০১৯

এবারই প্রথম মন্ত্রীদের পিএস নিয়োগ দিল সরকার

বিশেষ প্রতিনিধি ॥ এই প্রথম মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য একান্ত সচিব (পিএস) সরকার নির্ধারণ করে দিয়েছে। এতে মন্ত্রীদের মতামত বিবেচনায় আনা হয়নি। আগে মন্ত্রীদের পছন্দের কর্মকর্তাদের এই পদে নিয়োগ দেয়া হতো। মন্ত্রিসভার ৪৬ সদস্যের পিএস নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া কর্মকর্তারা সবাই উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। আদেশে বলা হয়েছে, মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়নকৃত একান্ত সচিবগণকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে। ‘দ্য মিনিস্টারস, মিনিস্টার্স অব স্টেট এ্যান্ড ডেপুটি মিনিস্টার রেমুনারেশন এ্যান্ড প্রিভিলেজেস এ্যামেন্ডমেন্ট এ্যাক্ট, ২০১৬’ অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিব নিয়োগ দেয়া হয়। সরকারের নিয়োগ দেয়া পিএসদের মন্ত্রণালয়ের কার্যক্রম মনিটর করার পাশাপাশি মন্ত্রণালয়ের কার্যক্রম গতিশীল করতে দিকনির্দেশনা দিয়েছে সরকার। এ প্রসঙ্গে জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ জনকণ্ঠকে বলেন, সরকারকে গতিশীল করতে এটি একটি ধাপ। শুধু কোন সংস্থার রিপোর্টের ওপর ভিত্তিতে নয়, কর্মকর্তার কর্মক্ষেত্রের রিপোর্টের ভিত্তিকে গুরুত্ব দিয়ে পিএসদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, প্রশাসনকে গতিশীল করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগেভাগে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিবের তালিকা প্রস্তুত করে রাখা হয়। বিগত ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর দিন এই তালিকা নিয়ে জনপ্রশাসন সচিব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী তার এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভার শপথের আগেই জনপ্রশাসন মন্ত্রণালয় সকল মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর জন্য একান্ত সচিবের তালিকা প্রস্তুত করে রাখে। সে হিসেবে ৭ জানুয়ারি মন্ত্রিসভার শপথের পরদিন ৮ জানুয়ারি একান্ত সচিবের আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানা গেছে বুধবার জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর সব একান্ত সচিবকে তাদের কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন। এতে তাদের কাজ মূলত কি সেটি তিনি বুঝিয়েছেন। জনপ্রশাসন সচিব জনকণ্ঠকে বলেন, এখন একান্ত সচিব, সহকারী একান্ত সচিবের (এপিএস) কাজ ভিন্ন করে দেয়া হবে। কেউ কোন কাজ নিয়ে অযুহাত তুলতে পারবেন না। যার কাজ তাকে দায়িত্ব নিয়ে ঠিকমতো সম্পন্ন করতে হবে। প্রসঙ্গত এর আগে কোন কাজে সমস্যা সৃষ্টি হলে পিএস, এপিএসএর ওপর দায় চাপাতে চায়। আবার এপিএসরা বলেন, পিএস এটি দেখেছেন বা করেছেন। কোন কাজে যাতে এই সমস্যা তৈরি না হয়, সে লক্ষ্যে তাদের কাজ ও দায়িত্ব ভাগ করে দেয়া হবে। গত সোমবার নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রীসহ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে মোট সদস্য ৪৭ জন। নতুন মন্ত্রিসভায় আগের মন্ত্রিসভার ১৫ জন থাকলেও তাদেরও নতুন পিএস নিয়োগ দেয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। বর্তমান মন্ত্রিসভায় নতুন মুখ ৩১ জন, যদিও এর মধ্যে চারজন ২০০৯ সালের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা মঙ্গলবার থেকে অফিস শুরু করেছেন।
×