ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি

পণ্যের মানোন্নয়ন ও ব্র্যান্ডিংয়ের ওপর জোর দিতে হবে

প্রকাশিত: ০৫:৫৪, ১০ জানুয়ারি ২০১৯

পণ্যের মানোন্নয়ন ও ব্র্যান্ডিংয়ের ওপর জোর দিতে হবে

বিডি নিউজ ॥ মধ্যম আয়ের দেশে উন্নীত হলে অনেক দেশে বাংলাদেশী পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশ সুবিধা থাকবে না উল্লেখ করে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এ চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীদের সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘২০২১ সাল নাগাদ আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তখন স্বল্পোন্নত দেশসমূহের জন্য প্রবর্তিত অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকারের সুবিধা আমাদের থাকবে না। তাছাড়া বিভিন্ন অশুল্ক বাধাকেও অতিক্রম করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এরূপ পরিস্থিতিতে উৎপাদক ও রফতানিকারকদের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ্য ও সক্ষমতা অর্জন করতে হবে।’ বুধবার ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আবদুল হামিদ এসব কথা বলেন। বাংলাদেশী পণ্যের ব্রান্ডিং করার ওপর জোর দিয়ে আবদুল হামিদ বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিযোগী দেশসমূহের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে টিকে থাকতে হলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এ জন্য দক্ষতা অর্জনের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি ও পণ্যের বহুমুখীকরণেও মনোযোগী হতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পণ্যের মানোন্নয়ন, পণ্যের ব্র্যান্ডিং ও আকর্ষণীয় করতে উদ্যোগী হতে হবে। নিজস্ব ব্র্যান্ডে রফতানি করা সম্ভব হলে রফতানির পরিমাণসহ এ খাত থেকে প্রাপ্ত সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে।’ রফতানিত পণ্যের বহুমুখীকরণের ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘একটি উন্নত ও টেকসই অর্থনীতি বিনির্মাণে বাণিজ্য সম্প্রসারণের বিকল্প নেই। রফতানি ঝুড়িতে অনেক পণ্য সংযোজিত হলেও এখনও আমাদের রফতানির সিংহভাগ নির্ভর করছে প্রধান কয়েকটি পণ্যের উপর। এ থেকে বেরিয়ে আসার জন্য সরকারী ও বেসরকারী খাতের সমন্বিত প্রয়াস প্রয়োজন। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পণ্য ও বাজার বহুমুখীকরণে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। অধিক মূল্য সংযোজিত পণ্য উৎপাদনের ক্ষেত্রে দেশজ কাঁচামাল নির্ভর রফতানি পণ্য উৎপাদনে আপনাদের মনোনিবেশ করার অনুরোধ জানাচ্ছি। ‘এক্ষেত্রে পাটভিত্তিক বহুমুখী পণ্য, খাদ্যসহ এগ্রো-প্রসেসড পণ্য, হিমায়িত চিংড়ি, আম, আলু ইত্যাদি পণ্যের রফতানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। শ্রমঘন আইসিটি খাতকে শুধুমাত্র দেশের উন্নয়নের মাধ্যম হিসেবে বিবেচনা না করে আইসিটি সংশ্লিষ্ট সেবা খাতের রফতানি বাড়াতে আমি উদ্যোক্তাবৃন্দকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।’ এক্ষেত্রে পাটভিত্তিক বহুমুখী পণ্য, খাদ্যসহ এগো-প্রসেসড পণ্য, হিমায়িত চিংড়ি, আম, আলু ইত্যাদি পণ্যের রফতানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। শ্রমঘন আইসিটি খাতকে শুধুমাত্র দেশের উন্নয়নের মাধ্যমে হিসেবে বিবেচনা না করে আইসিটি সংশ্লিষ্ট সেবা খাতের রফতানি বাড়াতে আমি উদ্যোক্তাবৃন্দকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।’ ব্যবসায় নতুন ধারণা নিয়ে এগিয়ে আসতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি বলেন, ‘নতুন নতুন উদ্ভাবনের ফলে ব্যবসায়ের ধরন ও প্রকৃতি দ্রুত পাল্টাচ্ছে। তাই আপনাদের নতুন নতুন ধারণা নিয়ে এগিয়ে আসতে হবে। তুলনামূলক সুবিধা ও স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন শিল্পকারখানা গড়ে তুলতে হবে। তাহলেই কর্মসংস্থান উৎপাদন ও বিনিয়োগ বাড়াবে। দেশ এগিয়ে যাবে।’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বক্তব্য রাখেন বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য। পরে রাষ্ট্রপতি বাণিজ্যমেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
×