ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্যাবনে সেনা অভ্যুত্থান চেষ্টা

প্রকাশিত: ০৭:০৭, ৯ জানুয়ারি ২০১৯

গ্যাবনে সেনা অভ্যুত্থান চেষ্টা

বেতার কেন্দ্র দখলের পর সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের ঘোষণা দিলে তাদের সমর্থনে প্রায় তিন শতাধিক মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করছিল। প্রেসিডেন্টের অনুগত সেনারা টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে রয়টার্সকে জানান এক প্রত্যক্ষদর্শী। অভ্যুত্থান চেষ্টার পর থেকেই রাজধানীর আকাশে হেলিকপ্টার ঘুরতে দেখা যাচ্ছে, যদিও পুরো লিব্রভিল থমথমে অবস্থা বিরাজ করছে। মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে একটি সেনা অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দেয়ার দাবি করেছে দেশটির সরকার। সোমবার ভোরে সেনাবাহিনীর একটি অংশ গ্যাবনের রাষ্ট্রীয় বেতার কেন্দ্রের দখল নিয়ে প্রেসিডেন্ট আলি বনগোর প্রতি তাদের অসন্তোষ ও অসমর্থন ঘোষণা করে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্রোহী সেনা কর্মকর্তাদের গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয় বলে জানান সরকারের এক মুখপাত্র। -সূত্র : ইন্টারনেরট
×