ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জোহানা কন্টার ভাবনা!

প্রকাশিত: ০৬:৫৭, ৯ জানুয়ারি ২০১৯

জোহানা কন্টার ভাবনা!

স্পোর্টস রিপোর্টার ॥ বড় স্বপ্ন নিয়েই নতুন বছর শুরু করেছিলেন জোহানা কন্টা। কিন্তু শুরুতেই তার স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াল ইনজুরি। যে কারণে সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা। তবে এর আগে নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্ট ব্রিসবেনে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন ৩৭ বছরের এই তারকা খেলোয়াড়। প্রথম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন গ্রেট ব্রিটেনের এই প্রতিনিধি। সিডনিতে দ্বিতীয়পর্বের ম্যাচে রাশিয়ার একাটেরিনা আলেক্সান্দ্রোভার মুখোমুখি হয়েছিলেন জোহানা কন্টা। কিন্তু একটা সেটও পূর্ণ করতে পারেননি তিনি। ম্যাচের বয়স যখন ১৮ মিনিট তখন আলেক্সান্দ্রোভা ৪-১ ব্যবধানে এগিয়ে। ঠিক তখনই ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কন্টা। মূলত নাকে পাওয়া ইনজুরির কারণেই সিডনির এই টুর্নামেন্ট থেকে নিজেকে তুলে নেয়ার সিদ্ধান্ত নেন জোহানা কন্টা। অথচ মাত্র এক সপ্তাহ পরেই শুরু হবে নতুন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। সিডনি বংশোদ্ভূত জোহানা কন্টা বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৩৭ নম্বরে অবস্থান করছেন। টেনিস কোর্টে গত কয়েক মৌসুম ধরেই আলো ছড়াচ্ছেন নিয়ম করে। কিন্তু বড় কোন টুর্নামেন্টে নিজের সাফল্য নেই। এখন পর্যন্ত তার বড় অর্জন ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলা। এরপর নিজের পারফর্মেন্সের গ্রাফটা আরও নি¤œমুখী হতে থাকে তার। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন তিনি। আর গত বছর তো আরও বাজে পারফর্ম করেন মেলবোর্নের এই টুর্নামেন্টে। এতটাই বাজে পারফর্ম করেন যে, অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয়পর্ব থেকেই বিদায় নেন গ্রেট ব্রিটেনের এই প্রতিনিধি। এবার তো বাজে ফর্মে শুরু করলেন নতুন মৌসুম। কী আছে জোহানা কন্টার ভাগ্যে? মেলবোর্নে কী অংশ নিতে পারবেন তিনি? পারবেন কী পুরোপুরি ফিট হয়ে অস্ট্রেলিয়ান ওপেনে পারফর্ম করতে? ব্রিটেনের টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। মূলত এই টুর্নামেন্টের প্রস্তুতি মঞ্চ হিসেবেই বিবেচনা করা হয় ব্রিসবেন কিংবা সিডনির এই ইভেন্টগুলোকে। আর এই দুই টুর্নামেন্টেই নিষ্প্রভ পারফর্মেন্স উপহার দিয়েছেন জোহানা কন্টা। তবে কন্টা হতাশ করলেও ব্রিটিশদের স্বপ্ন দেখাচ্ছেন হেথার ওয়াটসন। ২৬ বছরের এই প্রতিভাবান খেলোয়াড় যে হোবার্টের মূল টুর্নামেন্টে খেলার সুযোগ করে নিয়েছেন। বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইসাবেলে ওয়ালেসকে হারিয়ে মূল ড্রতে অংশ নেয়ার সুযোগ গ্রহণ করেন তিনি। বর্তমানে ব্রিটেনের দুই নম্বর খেলোয়াড় হেথার ওয়াটসন। হোবার্টে এর আগে চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতিও রয়েছে তার। বাছাইপর্বে তিনি ৬-৪ এবং ৬-৪ গেমে সরাসরি সেটে ইসাবেলেকে হারিয়ে মূল ড্রতে অংশ নেয়ার কীর্তি গড়েন তিনি। বাছাইপর্বে জয়ের পর আনন্দ বহুগুণে বেড়ে গেছে ওয়াটসনের। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি সবসময়ই হোবার্টে ইতিবাচক মানসকিতা নিয়ে আসি। তাছাড়া এই টুর্নামেন্টে আসলেই আমি খুব রোমাঞ্চিত হয়ে পড়ি। আর যখন ভাল খেলি তখন আরও বেশি খুশি হই।’ নতুন বছরে শুধু কন্টা নন, বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সারির খেলোয়াড়দের অনেকেই খুব বাজে শুরু করেছেন। তাদের মধ্যে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, রাশিয়ার মারিয়া শারাপোভা, চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, জার্মানির এ্যাঞ্জেলিক কারবার, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস, এমনকি ইউক্রেনের এলিনা সিতলিনাও খুব বাজেভাবে শুরু করেছেন। তবে নতুন বছরের শুরুতেই আলো ছড়িয়েছেন এলিনা সাবালেঙ্কা, বেলিন্ডা বেনচিচ এবং রজার ফেদেরার। শিরোপা জিতেই যে নতুন মৌসুম শুরু করলেন তারা। অস্ট্রেলিয়ান ওপেনের আগে নিঃসন্দেহে এটা তাদের জন্য বাড়তি অনুপ্রেরণা।
×