ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালকিনিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:৪৪, ৯ জানুয়ারি ২০১৯

কালকিনিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৮ জানুয়ারি ॥ কালকিনিতে কানিজ-(৩) ও রুশান-(৪) নামের দুই শিশুর একই সঙ্গে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তারা দুজনে সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই-বোন। মঙ্গলবার বিকেলে ঝাউতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু কানিজ পৌর এলাকার চরঝাউতলা গ্রামের কামাল বেপারীর মেয়ে ও রুশান পৌর এলাকার সাদিপুর গ্রামের কাইমুদ্দিন সরদারের ছেলে। জানা গেছে, ওই দুই শিশু মিলে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে যায়। এ সময় তারা পুকুরের পানিতে পরে ডুবে যায়। মাগুরায় ভেজাল সার ও কীটনাশক উদ্ধার নিজস্ব সংবাদদাতা , মাগুরা , ৮ জানুয়ারি ॥ মঙ্গলবার বিকেলে মাগুরা সদর উপজেলার শ্রীকান্তপুর গ্রামে ভেজাল সার ও কীটনাশক তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে কৃষি বিভাগ। মাগুরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ মাহাবুবুল আলম ও সদর উপজেলার কৃষি কর্মকর্তা রুহুল আমীনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। মোস্তাফিজুর রহমান কাজল নামে এক ব্যক্তির অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক উদ্ধার হয়েছে। অভিযানে উদ্ধারকৃত ভেজাল সার কীটনাশকের মধ্যে রয়েছে ৪ হাজার ২শ’ কেজি ম্যাগনেসিয়াম সালফেট, ৬২ বস্তা ডলোচুন, ৩ হাজার ৭৬০ কেজি জিপসাম সার, ২৫ বস্তা পাথর কুচি, ৮ বস্তা বালি, ২৫ প্যাকেট দস্তা, কনফিডেন্স নামে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশকসহ কীটনাশক তৈরির ইনডাস্ট্রিয়াল রং ও নানা উপকরণ। এসব ভেজাল সার ও কীটনাশক বাজারে বিক্রি করে কাজল কমপক্ষে অর্ধকোটি টাকা অবৈধভাবে আয় করত।
×