ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩ কেন্দ্রে পুনর্ভোট আজ

প্রকাশিত: ০৬:৪৪, ৯ জানুয়ারি ২০১৯

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩ কেন্দ্রে পুনর্ভোট আজ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্থগিত ৩ কেন্দ্রের পুনর্ভোট গ্রহণ আজ ৯ জানুয়ারি। ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৩টি কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ৫৭৪ জন। তার মধ্যে যাত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ৩ হাজার ১৬, সোহাগপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ৩ হাজার ৮৪০ এবং বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ৩ হাজার ৭১৭। ৩টি কেন্দ্রের নিরাপত্তায় ৫শ’ পুলিশ, র‌্যাব, বিজিবি মোতায়েন করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে একজন উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে যেসব কেন্দ্রে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, তার মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী আব্দুস সাত্তার ১০ হাজার ১শ’ ৫৬ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। জবি ভর্তির জন্য বিষয় বরাদ্দের স্লিপ বাতিল জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম ইউনিট বিজ্ঞান শাখায় শূন্য আসনে ভর্তির জন্য বিষয় পছন্দক্রম না থাকায় এ বছর জানুয়ারি মাসের তিন তারিখ বিষয় বরাদ্দ স্লিপ বাতিল করেছে ভর্তি কমিটি। বৃহস্পতিবার কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রী বিষয় পছন্দক্রম প্রদানের পর বিভিন্ন বিভাগের আসন খালি থাকা সাপেক্ষে মেধা তালিকা অনুযায়ী ভর্তির সুযোগ দেয়া হবে। ভর্তি সংক্রান্ত কার্যক্রম সংশ্লিষ্টদের এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও পাওয়া যাবে।
×