ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে খবর

চট্টগ্রামে জনকণ্ঠ প্রতিনিধি ও ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৪৩, ৯ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে জনকণ্ঠ প্রতিনিধি ও ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদারের কাছে চাঁদা চাইতে গিয়ে হাতেনাতে গ্রেফতার তিন ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবেদন করায় দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি এবং ওসিসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন কথিত অনলাইন টিভি সিটিজি ক্রাইমের প্রতিনিধি রাশেদুল ইসলাম। উল্লেখ্য, ২৭ নবেম্বর অনলাইন টিভি সিটিজি ক্রাইমের উপদেষ্টা শাহেদুল ইসলাম সাগর, উপস্থাপক রতন বড়ুয়া পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদারকে হুমকি ও ২০ হাজার টাকা চাঁদা দাবি করায় পুলিশ গাড়ি চালকসহ তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। জামিনে মুক্ত হয়ে মামলাটি করেছেন রাশেদুল ইসলাম। উদ্দেশ্য নিজেদের চাঁদাবাজির ঘটনা ভিন্ন খাতে নিয়ে যাওয়া। মামলায় জনকণ্ঠ পটিয়া প্রতিনিধি বিকাশ চৌধুরী ছাড়াও আসামি করা হয়েছে পটিয়া থানার ওসি শেখ মোঃ নেয়ামত উল্লাহ, মামলার বাদী ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার, পটিয়া থানার উপ-পরিদর্শক কামাল হোসেন, উপ-পরিদর্শক এটিএম আমিনুল ইসলাম, উপ-পরিদর্শক বাসু দেবনাথ, উপ-পরিদর্শক কাজী মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী উপ পরিদর্শক আরিফুল ইসলাম ও শেখ ফোরকানকে। জানা গেছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে।
×